সংবাদ শিরোনামঃ
ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই ইট ভাটাকে জরিমানা কালিগঞ্জে দিনদুপুরে ডাকাতি স্বর্ণ, নগদ টাকাসহ সর্বস্ব লুট কালিগঞ্জের পল্লীতে টমেটো, বেগুন ও সবজিসহ বিভিন্ন গাছ নিধন করেছে দুর্বৃত্তরা কালিগঞ্জের কুশুলিয়া কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে উপজেলার ৫নং কৈখালী তে বিএনপির উদ্যোগে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে আলোচনা সভা  ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র দ্রুত প্রকাশের দাবিতে লিফলেট বিতরণ সুন্দরবন দেখতে যেয়ে মোটর সাইকেল থেকে পড়ে চালকের মৃত্যু  কালিগঞ্জের মৌতলা কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শ্যামনগর ঠিকাদার কল্যাণ সমিতির নির্বাচনে আছু সভাপতি, হাফিজ সম্পাদক নির্বাচিত হয়েছে শ্যামনগরের রমজান নগর কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত
এমপি জগলুল হায়দার

এমপি জগলুল হায়দার

সাহেব রেজা
সাংগঠনিক সম্পাদক
সাতক্ষীরা ‘র উপকূলীয় প্রেসক্লাব।

এমপি জগলুল হায়দার তুমি সাতক্ষীরা -৪ আসনের মানুষের আস্থা,ভালবাসার এক নাম
তোমার সকল কীর্তিতে আকাশ-বাতাস মুখরিত
উঠবে তুমি স্বপ্নচূড়ায় বীরদর্পে ক্রমাগত এক কর্মবীর।

তুমি সাতক্ষীরা-৪ আসন বাসীর মধ্যমণি
সকল ঋতুর বিহঙ্গেরা করে তোমার জয়ধ্বনি।
তুমি নিরন্তর পাড়ি দিচ্ছ অগণন সাফল্যের সিড়ি
উঠেছো স্বপ্ন শিখরে,
যাহা কিছু সুন্দর তোমার ভেতর বাজে সুরে সুরে।

তুমিই প্রিয় নেতা সংসদ সদস্য এস এম জগলুল হায়দার।
তোমার আছে বিশাল হৃদয় বুক ভরা ভালোবাসা
তোমার ভিতর পায় খুঁজে মানুষ বাঁচার আশা।
গরীব দুঃখী হয় সুখী, তোমার বদান্যতায়,
থাকবে তুমি চলমান সাতক্ষীরা -৪ আসনের সব মানুষের ভালোবাসায়।

তোমাকে দেখি জনমানবের পাশে
যেন একটি মুক্তোর মতো হাসি,
তোমাকে দেখে সবাই শিক্ষার্থীর মাঝে
শিক্ষা প্রসারিত করার কাজে।

তোমার কাছে কত যে স্বপ্ন, কত যে আশা
তুমি দূর করবে আমাদের দীর্ঘদিনের সাতক্ষীরা এই উপকূলবর্তী এলাকার দুর্দশা।
তোমার আলোক বাতি আর সাহায্য সহযোগীতায়,
সাতক্ষীরা-৪ আসনবাসীর দুঃখ-দুর্দশা আসবে শূন্যতায়
তোমার মহৎ চিন্তা আর দানের মহিমায়
হাসি ফুটবে তাদের মুখে
যারা দুঃখী-অসহায়।

দুর্যোগ বা প্রলয়কারী ঝড়ে সবার পাশে তড়িৎ বেগে তুমি এসো ছুটে
আলোতে ভাসো তুমি স্বপ্নের ডানা মেলে,
তোমার সংজ্ঞা দিব কোন বিশেষণে
তা আমি পাই না খুঁজে।

এ পৃথিবীতে আমি শুভ হোক তোমার আগমন
লক্ষ কোটি প্রাণাত্ম মিলে তোমায় জানাচ্ছি স্বাগতম।
সাতক্ষীরা -৪ আসন( শ্যামনগর- কালীগঞ্জ) এর উন্নয়নের রুপকার এমপি জগলুল হায়দার,
মিশে থাকবে হাজার বছর সাতক্ষীরা -৪ আসনের মানুষের মাঝে তমিই এমপি জগলুল হায়দার।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ডিজাইন ও কারিগরি সহযোগীতায়- সুন্দরবন আইটি লিমিটেড