সাহেব রেজা
সাংগঠনিক সম্পাদক
সাতক্ষীরা 'র উপকূলীয় প্রেসক্লাব।
এমপি জগলুল হায়দার তুমি সাতক্ষীরা -৪ আসনের মানুষের আস্থা,ভালবাসার এক নাম
তোমার সকল কীর্তিতে আকাশ-বাতাস মুখরিত
উঠবে তুমি স্বপ্নচূড়ায় বীরদর্পে ক্রমাগত এক কর্মবীর।
তুমি সাতক্ষীরা-৪ আসন বাসীর মধ্যমণি
সকল ঋতুর বিহঙ্গেরা করে তোমার জয়ধ্বনি।
তুমি নিরন্তর পাড়ি দিচ্ছ অগণন সাফল্যের সিড়ি
উঠেছো স্বপ্ন শিখরে,
যাহা কিছু সুন্দর তোমার ভেতর বাজে সুরে সুরে।
তুমিই প্রিয় নেতা সংসদ সদস্য এস এম জগলুল হায়দার।
তোমার আছে বিশাল হৃদয় বুক ভরা ভালোবাসা
তোমার ভিতর পায় খুঁজে মানুষ বাঁচার আশা।
গরীব দুঃখী হয় সুখী, তোমার বদান্যতায়,
থাকবে তুমি চলমান সাতক্ষীরা -৪ আসনের সব মানুষের ভালোবাসায়।
তোমাকে দেখি জনমানবের পাশে
যেন একটি মুক্তোর মতো হাসি,
তোমাকে দেখে সবাই শিক্ষার্থীর মাঝে
শিক্ষা প্রসারিত করার কাজে।
তোমার কাছে কত যে স্বপ্ন, কত যে আশা
তুমি দূর করবে আমাদের দীর্ঘদিনের সাতক্ষীরা এই উপকূলবর্তী এলাকার দুর্দশা।
তোমার আলোক বাতি আর সাহায্য সহযোগীতায়,
সাতক্ষীরা-৪ আসনবাসীর দুঃখ-দুর্দশা আসবে শূন্যতায়
তোমার মহৎ চিন্তা আর দানের মহিমায়
হাসি ফুটবে তাদের মুখে
যারা দুঃখী-অসহায়।
দুর্যোগ বা প্রলয়কারী ঝড়ে সবার পাশে তড়িৎ বেগে তুমি এসো ছুটে
আলোতে ভাসো তুমি স্বপ্নের ডানা মেলে,
তোমার সংজ্ঞা দিব কোন বিশেষণে
তা আমি পাই না খুঁজে।
এ পৃথিবীতে আমি শুভ হোক তোমার আগমন
লক্ষ কোটি প্রাণাত্ম মিলে তোমায় জানাচ্ছি স্বাগতম।
সাতক্ষীরা -৪ আসন( শ্যামনগর- কালীগঞ্জ) এর উন্নয়নের রুপকার এমপি জগলুল হায়দার,
মিশে থাকবে হাজার বছর সাতক্ষীরা -৪ আসনের মানুষের মাঝে তমিই এমপি জগলুল হায়দার।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.