শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি ঃ
সাতক্ষীরার শ্যামনগরে নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন আব্দুল্লাহ আল রিফাত। তিনি ১৮ই এপ্রিল বৃহস্পতিবার সকালে যোগদান করে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসারের নিকট থেকে দায়িত্ব বুঝে নেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার নাজিবুল আলম নবাগত এসিল্যান্ড কে ফুলেল শুভেচ্ছা জানান।
আব্দুল্লাহ আল রিফাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। ৩৭ তম বিসিএস পাশ করে প্রশাসনিক ক্যাডার হিসেবে প্রথমে যোগদান করেন এনডিসি রাজশাহীতে। এনডিসিতে আড়াই বছর চাকুরী করার পর। প্রথম এসিল্যান্ড হিসেবে পীরগঞ্জের ঠাকুরগাঁতে যোগদান করেন। সেখানে দায়িত্ব পালনের পর সাধারণ বদলী হিসেবে শ্যামনগর উপজেলায় সহকারী কমিশনার ভূমি হিসেবে যোগদান করেছেন।
Leave a Reply