সংবাদ শিরোনামঃ
 আটুলিয়া ইউনিয়নে ১৫ টি হতদরিদ্র পরিবারের মধ্যে ৩,০০০ লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন পানির ট্যাংকি বিতরণ  কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপি”র অফিস উদ্বোধন রমজাননগরে দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত শ্যামনগরে সিসিডিবির জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরির লক্ষ্যে এনজিও গনমাধ্যমকর্মী ও ইউ পি সদস্যদের সাথে মতবিনিময় সভা ভূমিদস্যুদের হাত থেকে ভূমিহীনদের জায়গায় ফেরত ও মিথ্যা মামলা থেকে রেহায় পেতে মানববন্ধন  শ্রীমঙ্গলে ক্ষমতার দাপট দেখিয়ে জমি দখল স্কুল পর্যায়ে ছাত্র-ছাত্রীদের জলবায়ু পরিবর্তন বিষয়ক সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী কালিগঞ্জের ভাড়াশিমলায় জামায়াতে ইসলামির কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে  কালিগঞ্জের কৃতি সন্তান ড. রেজাউল করিম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি শ্যামনগরে সরকারি খাল থেকে অবৈধ পাটা অপসারণ ও অবৈধ স্থাপনা উচ্ছেদ
শ্যামনগরে খেতে পানি দেওয়া নিয়ে বিরোধ, সংঘর্ষে এক বৃদ্ধের মৃত্যু, আটক-৪

শ্যামনগরে খেতে পানি দেওয়া নিয়ে বিরোধ, সংঘর্ষে এক বৃদ্ধের মৃত্যু, আটক-৪

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ

পুকুর থেকে ধান খেতে পানি দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার বিকেল সাড়ে চারটার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভূরুলিয়া ইউনিয়নের নাগবাটি গ্রামের সরদার বাড়ির বিলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। শ্যামনগর থানা পুলিশের এসআই অমিত মন্ডল ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেছে।

সংঘর্ষে নিহত ব্যক্তি হলেন, শ্যামনগর উপজেলার ভূরুলিয়া ইউনিয়নের নাগবাটি গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে আলী আকবর (৭৫)।

সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে আটককৃতরা হলেন, শ্যামনগর উপজেলার ১নং ভূরুলিয়া ইউনিয়নের নাগবাটী গ্রামের মৃত রশিদ সরদারের ছেলে মনিরুল ইসলাম (৩৫), শাহিদুল ইসলাম (৪৬) ও মেহেদী হাসান (৫০) এবং নগবাটী গ্রামের শাহিদুল ইসলাম এর স্ত্রী কুলসুম বিবি (৩৬)।

নিহতের ছোট ভাই আলমগীর হোসেন জানান, ১০ কাঠা জমিতে থাকা যৌথ মালিকানাধীন পুকুরের মধ্যে তাদের দুই ভাগ ও রশিদ সরদারের এক ভাগ। এক মাস আগে বোরো ধান চাষ করা নিয়ে পুকুরের পানি দিয়ে সেচ দেওয়াকে কেন্দ্র করে তাদের সঙ্গে রশিদ সরদারের ছেলেদের বিরোধ বাধে। বিষয়টি নিয়ে নাগবাটি বায়তুর নূর তারা মসজিদের পাশে বসাবসি হয়। সেখানে উপস্থিত ভূরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম লাভলু পানি সেচের বিষয়টি নিয়ে সময় নির্ধারণ করে দেন। সে অনুযায়ি বুধবার বিকেল সাড়ে চারটার দিকে তারা শ্যালো মেশিন দিয়ে ধান খেতে পানি দিতে গেলে রশিদ সরদারের ছেলে মনিরুল, শাহীদুল, মেহেদী হাসান, শাহীদুলের স্ত্রী কুলসুমস ও মনিরুলের স্ত্রী খাদিজা একত্রে বড় ভাই আলী আকবরের উপর হামলা চালায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

তবে মনিরুল ইসলামের স্ত্রী খাদিজা খাতুন জানান, হামলায় নয়, উভয়পক্ষের ধ্বস্তাধ্বস্তিতে বৃদ্ধ আলী আকবর মাটিতে পড়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

শ্যামনগর থানার উপপরিদর্শক পিঙ্কু কুমার মণ্ডল জানান, মৃত আলী আকবরের লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। বৃহস্পতিবার লাশের ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় মৃতের ছেলে রওশান আলী বাদি হয়ে রশিদ সরদারের তিন ছেলে ও দুই পুত্রবধুর নাম উল্লেখ করে থানায় একটি অবিযোগ দায়ের করেছেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ডিজাইন ও কারিগরি সহযোগীতায়- সুন্দরবন আইটি লিমিটেড