সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জের কুশুলিয়া কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে উপজেলার ৫নং কৈখালী তে বিএনপির উদ্যোগে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে আলোচনা সভা  ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র দ্রুত প্রকাশের দাবিতে লিফলেট বিতরণ সুন্দরবন দেখতে যেয়ে মোটর সাইকেল থেকে পড়ে চালকের মৃত্যু  কালিগঞ্জের মৌতলা কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শ্যামনগর ঠিকাদার কল্যাণ সমিতির নির্বাচনে আছু সভাপতি, হাফিজ সম্পাদক নির্বাচিত হয়েছে শ্যামনগরের রমজান নগর কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত কালিগঞ্জের বিষ্ণুপুরে একতা তরুণ ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে  শ্যামনগর নুরনগরে বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’ ও জনসম্পৃক্তি কর্মশালা অনুষ্ঠিত শ্যামনগরের মুন্সিগঞ্জে কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত 
বিশ্ব পানি দিবসে খালি কলসি হাতে নিয়ে শ্যামনগরে মানববন্ধন।

বিশ্ব পানি দিবসে খালি কলসি হাতে নিয়ে শ্যামনগরে মানববন্ধন।

 উপকূল (শ‍্যামনগর) প্রতিনিধিঃ
শান্তির জন্য পানি এই প্রতিপাদ্যকে সামনে রেখে
আন্তর্জাতিক পানি দিবস উদযাপন উপলক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগরে সুপেয় পানির সংকট নিরসনের দাবিতে খালি কলসি হাতে নিয়ে মানববন্ধন করেছেন উপকূলবাসী।
 ২২শে মার্চ শুক্রবার সকাল ১০ টায় উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের মথুরাপুর গ্রামের জেলেপাড়ায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বেসরকারি উন্নয়ন সংস্থা এ্যাকশন এইড এর সহযোগিতায়, উপকূলীয় যুব স্বেচ্ছাসেবী সংগঠন ‘শরুব ইয়ুথ টিম’ এর আয়োজনে ও সিডো সাতক্ষীরার বাস্তবায়নে অনুষ্ঠানে সমবেত শতাধিক নারী-পুরুষ খালি কলস হাতে মালঞ্চ নদীর তীরে অবস্থান করে।
তাদের উদ্দেশে বক্তব্য দেন শরুব ইয়ুথ টিমের নির্বাহী পরিচালক, ক্লাইমেট এক্টিভিস্ট এস এম জান্নাতুল নাঈম। তিনি বলেন, “চারিদিকে শুধু পানি,নেই শুধু সুপেয় পানি। বার বার নদী ভাঙনের ফলে উপকূলের মিষ্টি পানির আধারগুলো লবণ পানিতে ডুবে যায়। খাওয়ার পানি সংগ্রহে উপকূলের নারীদের সবসময় সংগ্রাম করতে হয়। বাধ্য হয়ে পানি কিনে খেতে হয়।”
উন্নয়নকর্মী সিদরাতুল মুনতাহা বলেন, “উপকূলবাসীকে সুপেয় পানির নিশ্চয়তা রাষ্ট্রকেই দিতে হবে। সেই সঙ্গে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করে জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।” অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জলবায়ু যোদ্ধা মাসুদ রানা, সিডো ইয়ুথ পেয়ার গ্রুপ ফ্যাসিলেটর সাকিব হাসান,রিদয় মন্ডল, শরুব ইয়ুথ টিমের মুন্সিগঞ্জ ইউনিটের  ফ্যাসিলেটর শুভজীত সরকার ,কো-ফ্যাসিলেটর  বিশ্বজিত মন্ডল, প্রজেক্ট ম্যানাজার তনুশ্রী মন্ডল, স্বপ্না পারভীন, সবুজ মন্ডল, আকাশ সানা প্রমূখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ডিজাইন ও কারিগরি সহযোগীতায়- সুন্দরবন আইটি লিমিটেড