সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জের কুশুলিয়া কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে উপজেলার ৫নং কৈখালী তে বিএনপির উদ্যোগে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে আলোচনা সভা  ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র দ্রুত প্রকাশের দাবিতে লিফলেট বিতরণ সুন্দরবন দেখতে যেয়ে মোটর সাইকেল থেকে পড়ে চালকের মৃত্যু  কালিগঞ্জের মৌতলা কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শ্যামনগর ঠিকাদার কল্যাণ সমিতির নির্বাচনে আছু সভাপতি, হাফিজ সম্পাদক নির্বাচিত হয়েছে শ্যামনগরের রমজান নগর কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত কালিগঞ্জের বিষ্ণুপুরে একতা তরুণ ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে  শ্যামনগর নুরনগরে বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’ ও জনসম্পৃক্তি কর্মশালা অনুষ্ঠিত শ্যামনগরের মুন্সিগঞ্জে কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত 
দেবহাটায় জেন্ডার সমতায় ধর্মীয় নেতাদের সাথে মতবিনিময়

দেবহাটায় জেন্ডার সমতায় ধর্মীয় নেতাদের সাথে মতবিনিময়

দেবহাটা প্রতিনিধি: জেন্ডার সমতায় পুরুষদের সম্পৃক্ততা প্রচারে ধর্মীয় নেতাদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মার্চ) বেলা সাড়ে ১১টায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগীতায় গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে উপজেলা মডেল মসজিদের সভাকক্ষে উত্তরণের ইয়ুথ এ্যাম্পাওয়ার্ড প্রজেক্টের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা ৫টি ইউনিয়নের ৩০ জন ধর্মীয় নেতাদের নিয়ে “জেন্ডার সমতায় পুরুষদের সম্পৃক্ততা প্রচারের” এ সভা অনুষ্ঠিত হয়। সভায় রির্সোস পার্সন হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান। ইয়ুথ এ্যাম্পাওয়ার্ড প্রজেক্ট অফিসার আবু ইমরানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের দেবহাটা এরিয়া প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার লাবলু খান, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ মাওলানা আব্দুস সত্তারসহ বিভিন্ন মসজিদের ইমাম, হিন্দু ধর্মীয় নেতা, পুরোহিতগন।
বক্তরা বলেন, জেন্ডার বৈষম্য আমাদের সমাজ ব্যবস্থায় একটি দুষ্ট ক্ষত; নেতিবাচক সামাজিক উপসর্গ। জেন্ডার বৈষম্য আমারে সমাজের পুরুষতন্ত্র দিয়ে নিয়ন্ত্রিত। এজন্য সমাজের যে আচার বা মূল্যবোধ তা পরিবর্তনে এবং স্বাস্থ্য ও অন্যান্য ক্ষেত্রে ভালো থাকার জন্য জেন্ডার বৈষম্যকে মোকাবিলা করা দরকার। সমমর্যায়, সম-অধিকার, সম্মান এবং শ্রদ্ধার সাথে বসবাস করার জন্য সামাজিক ভাবে জেন্ডার পরিবর্তনশীল মনোভাব ও আচরনগত পরিবর্তনে পুরুষদেরকে সেবা-যতœকারী ও সঙ্গী হিসেবে সম্পৃক্ত করা এবং এর সাথে প্রচলিত জেন্ডার রীতিনীতিগুলো যা পৌরুষত্ব বা নারীত্বকে ঘিরে ক্ষতিকারক এবং ছেলে-মেয়েদের উপর কিভাবে প্রভাব বিস্তার করে তা নিয়ে আলোচনা করা হয়। সমাজে বসবাসরত ধর্মীয় নেতাগণ সমাজ পরিবর্তনে তাদের নিজস্ব অবস্থান থেকে কাজ করতে পারে বলে ব্যাক্ত করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ডিজাইন ও কারিগরি সহযোগীতায়- সুন্দরবন আইটি লিমিটেড