সংবাদ শিরোনামঃ
ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র দ্রুত প্রকাশের দাবিতে লিফলেট বিতরণ সুন্দরবন দেখতে যেয়ে মোটর সাইকেল থেকে পড়ে চালকের মৃত্যু  কালিগঞ্জের মৌতলা কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শ্যামনগর ঠিকাদার কল্যাণ সমিতির নির্বাচনে আছু সভাপতি, হাফিজ সম্পাদক নির্বাচিত হয়েছে শ্যামনগরের রমজান নগর কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত কালিগঞ্জের বিষ্ণুপুরে একতা তরুণ ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে  শ্যামনগর নুরনগরে বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’ ও জনসম্পৃক্তি কর্মশালা অনুষ্ঠিত শ্যামনগরের মুন্সিগঞ্জে কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত  কয়রায় অসহায় রোগীদের মাঝে শীত বস্ত্র বিতরণ ৯ নং সোরা দৃষ্টিনন্দন হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা কিন্ডার গার্টেন স্কুলের বার্ষিক ফল প্রকাশ 
আমাদী সরকারি প্রাথঃ বিদ্যালয়ের শিক্ষকদের দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ

আমাদী সরকারি প্রাথঃ বিদ্যালয়ের শিক্ষকদের দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ

জি এম রিয়াজুল আকবর

কয়রায় স্কুল শিক্ষকদের দায়িত্ব পালনে অবহেলার কারণে বেঞ্চ নিয়ে মারামারি করে ধ্রুব রায় নামের এক শিক্ষার্থী গুরুত্ব আহত হওয়ার অভিযোগ উঠেছে আমাদী সরকারি প্রাথমিক বিদ্যালয় এর শিক্ষকদের বিরুদ্ধে। আহত শিক্ষার্থী একই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী।
তার মাতা বন্ধনা রায় ১৪ ই মার্চ বৃহস্পতিবার সকালে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূএে জানা গেছে,
২৮/০২/২০২৪ তারিখ দুপুর আনুমানিক ১২ : ৩০ ঘটিকার সময় শ্রেনী কক্ষে তার কতিপয় সহপাঠিদের সহিত আমার ছেলের গোলমাল হয়। এসময় ৩ জন সহপাঠী আমার ছেলে ধ্রুব রায়কে বেধরক ভাবে নাকে, মুখে, কিল, ঘুষি, মারে গুরুত্ব ফোলা জখন করে। এসময় সে ঘটনা স্থলে জ্ঞান হারায় ফেলে গুরুত্ব অসুস্থ অবস্থায় আমার পুত্রকে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়। বর্তমানে তার অবস্থা আশঙ্কা জনক । বিদ্যালয়ের শিক্ষকদের শ্রেণিকক্ষে দায়িত্ব পালন করলে আমার পুএ জখম হতো না।

৩ নং আমাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, স্বপন কুমার বৈদ্য জানান, আমি ঐ দিন ছুটিতে ছিলাম। স্কুলে এসে শুনেছি ছেলে মেয়েরা বেঞ্জ নিয়ে মারামারি করে একটা ছেলে আহত হয়। আমার স্কুলের শিক্ষক ও দপ্তরী তাকে হাসপাতালে ভর্তি করে। সে এখন ভালো আছে সুস্থ আছে। ক্লাস রুমে শিক্ষক না থাকায় বিষয় জানতে চাইলে তিনি বলেন, ঐ সময় ঝুমুর দাশ নামের এক শিক্ষকের ক্লাস ছিলো।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তপন কুমার কর্মকার বলেন, একটা লিখিত অভিযোগ পেয়েছি তদন্তের জন্য সহকারী শিক্ষা অফিসারকে পাঠানো হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ডিজাইন ও কারিগরি সহযোগীতায়- সুন্দরবন আইটি লিমিটেড