সংবাদ শিরোনামঃ
ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র দ্রুত প্রকাশের দাবিতে লিফলেট বিতরণ সুন্দরবন দেখতে যেয়ে মোটর সাইকেল থেকে পড়ে চালকের মৃত্যু  কালিগঞ্জের মৌতলা কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শ্যামনগর ঠিকাদার কল্যাণ সমিতির নির্বাচনে আছু সভাপতি, হাফিজ সম্পাদক নির্বাচিত হয়েছে শ্যামনগরের রমজান নগর কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত কালিগঞ্জের বিষ্ণুপুরে একতা তরুণ ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে  শ্যামনগর নুরনগরে বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’ ও জনসম্পৃক্তি কর্মশালা অনুষ্ঠিত শ্যামনগরের মুন্সিগঞ্জে কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত  কয়রায় অসহায় রোগীদের মাঝে শীত বস্ত্র বিতরণ ৯ নং সোরা দৃষ্টিনন্দন হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা কিন্ডার গার্টেন স্কুলের বার্ষিক ফল প্রকাশ 
দেবহাটায় ভোক্তা অধিকার দিবস পালন

দেবহাটায় ভোক্তা অধিকার দিবস পালন

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য দেন দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুস সালাম সিদ্দিক, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সাকিব হাসান বাঁধন, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুস সাত্তার, ইয়ুথ ইমপাওয়ার্ড প্রজেক্টের উপজেলা ম্যানেজার আবু এমরান হোসেন প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন। এসময় বক্তরা বলেন, সরকার ভোক্ত অধিকার নিশ্চিত করতে কাজ করছে। এছাড়া রমজান মাস জুড়ে বাজার মনিটরিং জোরদার করা হয়েছে। তাছাড়া কোন কিছু ক্রয় করার ক্ষেত্রে তার উৎপাদন ও মেয়াদ দেখে কিনতে হবে। খোলা ও যত্রতত্র বিক্রি হওয়া কোন পণ্য না ক্রয় করে সঠিক মানের জিনিসপত্র ক্রয় করতে হবে। এমআরপি মূলের চেয়ে অতিরিক্ত দাম নিলে বা ভোক্তাকে ক্ষতিগ্রস্থ করলে প্রমাণ সহ ভোক্তা অধিকার দপ্তরে অভিযোগ করলে ক্ষতিপূরণ পাওয়া যায়। ভেজাল ও নিন্মমানের খাদ্যদ্রব্য সহ সব ধরনের জিনিস ক্রয় থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়।

 

দেবহাটার বাল্যবিবাহ রোধে প্রচার অভিযান উদ্বোধন

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার ৫টি ইউনিয়নে সপ্তাহব্যাপী বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক প্রচারণা করা হয়েছে। শুক্রবার (১৫ মার্চ) উত্তরণের ইয়ুথ ইমপাওয়ার্ড প্রজেক্টের বাস্তবায়নে, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কারিগরি সহযোগীতায় এবং গ্লোবাল অ্যাফিয়াস্ এর অর্থায়নে উপজেলা চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে একযোগে ৫টি ইউনিয়নে এ প্রচারণা শুরু হয়। এসময় উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। উপস্থিত ছিলেন দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুস সালাম সিদ্দিক, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সাকিব হাসান বাঁধন, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুস সাত্তার, উপজেলা আনসার কর্মকর্তা রফিকুল ইসলাম, ইয়ুথ ইমপাওয়ার্ড প্রজেক্টের উপজেলা ম্যানেজার আবু এমরান হোসেন এছাড়া স্ব স্ব ইউনিয়ন ফ্যাসিলিটেটরগন উপস্থিত ছিলেন।
মাইংকিএ বলা হয় বাল্যবিবাহ একটি মারাত্মক সামাজিক ব্যাধি। বাল্যবিবাহের দিক দিয়ে বাংলাদেশের অবস্থান বিশ্বে চতুর্থ ও দক্ষিণ এশিয়ায় প্রথম। ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে বাল্যবিবাহ নির্ম‚লে সরকারের লক্ষ্যমাত্রা অর্জন করতে, বাল্যবিবাহ বন্ধে বর্তমান প্রচেষ্টাকে আরও জোরদার করতে হবে। বাল্যবিবাহ প্রতিরোধে তাই আপনাদের সকলের সক্রিয় ভ‚মিকা প্রয়োজন। রুখে দাঁড়ান, প্রতিবাদ করুন। প্রয়োজনে ৯৯৯ বা ১০৯ বা ১০৯৮ নম্বরে ফোন দিন অথবা স্থানীয় প্রশাসনের সহযোগিতা নিন। বাল্যবিবাহ রোধ করি, কন্যাশিশুর ভবিষ্যৎ গড়ি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ডিজাইন ও কারিগরি সহযোগীতায়- সুন্দরবন আইটি লিমিটেড