শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের দাঁতিনাখালীতে বিল্ডিং এজেন্সি অব ইয়ুথ ইন ফ্লাইটে একশন প্রকল্পের অধীনে (১০ ই মার্চ) রবিবার বিকাল ৪ টায় বনজীবী নারী উন্নয়ন সংগঠনের কার্যালয়ে কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সেবা বিনামূল্যে কমিউনিটির দোর গোড়ায় পৌছানোর জন্য এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।
বিন্দু নারী উন্নয়ন সংগঠন কালিগঞ্জ এর অর্থায়নে, বনজীবী ইয়ুথ টিম বাস্তবায়ন করেন।
শ্যামনগর উপজেলার দাঁতিনা খালী গ্রামের জনসাধারণের মাঝে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।
বনজীবী নারী উন্নয়ন সংগঠনের সভানেত্রী শেফালী বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাষক সাঈদুজ্জামান সাঈদ।
এসময়ে আরো উপস্থিত ছিলেন এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ এলাকাবাসী স্বাস্থ্য সেবা বিনামূল্যে পাওয়ার ব্যাপারে প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করেন। উপস্থিত জনসাধারণ দাবী জানান উপকূলীয় এলাকায় প্রতিনিয়ত স্বাস্থ্য ঝুঁকি কমাতে সকল ধরনের সুবিধা পাওয়ার।
এসময়ে প্রধান অতিথির বক্তব্য উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাষক সাঈদুজ্জামান সাঈদ জানান,উপকূলীয় এলাকায় স্বাস্থ্য সেবার ব্যাপারে আমরা সব সময় সহযোগিতা করেছি, প্রতিমাসে ১ জন অভিজ্ঞ ডাক্তার এখানে বিনামুল্যে সেবা প্রদানের জন্য আগামী মাস এ সেবা নিশ্চিত করতে আমরা কাজ করব।
সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন বনজীবী নারী উন্নয়ন সংগঠনের সভানেত্রী শেফালী বেগম,
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বনজীবী ইয়ূর্থ টিমের কার্যকারী সদস্য মোঃ আলামিন হোসন।
Leave a Reply