বুড়িগোয়ালিনী ( শ্যামনগর) প্রতিনিধিঃ
২০২৪ সালে নারী দিবস এর প্রতিপাদ্যকে সমনে রেখে নারীদের সমঅধিকার,সমসুযোগকে এগিয়ে নিতে হোক বিনিয়োগ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন ও নারীর ক্ষমতায়নকে সবার সামনে তুলে ধরা বিষয়ক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত (বৃহস্পতিবার)সকাল এগারোটায় আই,পি,এম,এর প্রকল্পের কাশিমাড়ী ইউনিয়নের ১ নং শংকর কাটি গ্রামে নারী সবজি উৎপাদন দলগত কমিউনিটি কার্যালয়ে।কাশিমাড়ী ইউনিয়নের ১,২,৩,নং ওয়ার্ডের ইউপি সদস্যা সাজিদা পারভীনের সভাপতিত্বে, কোরআন তেলোয়াত ও গীতা পাঠদানের মাধ্যমে, অনুষ্ঠান শুরু হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শ্যামনগর উপজেলার মহিলা বিষয়ক অধিদপ্তরের উন্নয়ন কর্মী নাজমুল নাহার শিউলি,জেন্ডার ইকোয়ালিটি এন্ড সোশ্যাল ইনক্লুশন স্পেশালিস্ট শিউলি আক্তার, কৈখালী ইউনিয়নের ১,২,৩,নং ওয়ার্ডের ইউপি সদস্যা রাবেয়া খাতুন।উপস্থিত বক্তারা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতার “কোনকালে একা হয়নিকো জয়ী পুরুষের তরবারী..প্রেরণা দিয়েছে শক্তি দিয়েছে বিজয় লক্ষী নারী”এই অংশ পাঠ করেন এবং নারীরা পুরুষের পাশে থেকে সামাজিক উন্নয়ন কর্মকান্ডে কাজ করতে আগ্রহী প্রকাশ করেছেন।
ইউ এস, এ আইডি মিশন,বাংলাদেশ অর্থায়নে, ফিড দ্য ফিউচার বাংলাদেশ ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট অ্যস্টিভেটি ( আইপি এম এ) প্রকল্পের শংকর কাটি নারী সবজি উৎপাদন দলের সভাপতি ভারতে রানী বলেন,বালাই নাশক সার ব্যবহার না করে ভার্মি জৈব কম্পোজ সার ব্যবহার করলে অধিক ফলন ও রোগমুক্ত সবজি খাওয়া যায়। অনুষ্ঠানে শংকর কাটি নারী সবজি উৎপাদন দলের ২০ জন সদস্যা উপস্থিত ছিলেন, এছাড়া নবযাত্রা প্রকল্পের কাশিবাড়ি ইউনিয়ন এর উন্নয়ন কর্মী ও গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফিড দ্য ফিউচার বাংলাদেশ ইন্টিগ্রেটড পেস্ট ম্যানেজমেন্ট অ্যস্টিভেটির মাঠ কর্মকর্তা জাহিদ খান।
Leave a Reply