সংবাদ শিরোনামঃ
মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে তথ্যপ্রযুক্তিতে বাংলাদেশ অনেক এগিয়েছে শ্যামনগরে উদ্ভাবনী মেলার উদ্বোধন অনুষ্ঠানে জগলুল হায়দার এমপি

মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে তথ্যপ্রযুক্তিতে বাংলাদেশ অনেক এগিয়েছে শ্যামনগরে উদ্ভাবনী মেলার উদ্বোধন অনুষ্ঠানে জগলুল হায়দার এমপি

 বিশেষ প্রতিনিধি : শ্যামনগরে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন অনুষ্ঠানে সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার বলেছেন, “মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বের কারণে বাংলাদেশে তথ্যপ্রযুক্তি খাতে অনেকদূর এগিয়ে গিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য উত্তরসূরি সজীব ওয়াজেদ জয় বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত করেছেন।বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের মধ্য দিয়ে বাংলাদেশ সক্ষমতা জানান দিয়েছে। ইন্টারনেট প্রযুক্তি আমাদের হাতে হাতে। বাড়ি বসেই সরকারি সমস্ত সেবা আপনি পেতে পারেন।তাই আওয়ামী লীগ সরকারের বিকল্প কোনো সরকার হতে পারে না। শেখ হাসিনার সরকার বারবার দরকার। ”
সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় গত বুধবার (৯ নভেম্বর) ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করেছেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস, এম, জগলুল হায়দার। সকাল ১০টায় উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের আয়োজনে উদ্ভাবনী মেলার সমগ্র অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেন । উপজেলার মর্ডান স্কুল মাঠে অনুষ্ঠিত মেলায় পৃথক পৃথক প্যাভিলিয়নে ডিজিটাল উদ্ভাবনী বিষয়ক বিভিন্ন স্টল দেওয়া হয়েছে। প্যাভিলিয়নগুলোতে উদ্ভাবনী উদ্যোগ ও স্টার্টআপ, ডিজিটাল সেবা, হাতের মুঠোয় সেবা (ডিজিটাল সেন্টার, পোস্ট-ই সেন্টার, ই-কমার্স, আর্থিক সেবা প্রদান প্রতিষ্ঠানসমূহ), শিক্ষা, দক্ষতা ও উন্নয়ন এবং কর্ম সংস্থান বিষয়ে উপস্থাপন করা হয়। মেলা সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৩টা পর্যন্ত চলে। মেলায় ডিজিটাল সেবার মান উন্নয়নে নাগরিকদের মূল্যায়ন সম্পর্কে অনলাইনে মতামত গ্রহণের ব্যবস্থা করা হয়। এছাড়া, শিক্ষার্থীদের অংশগ্রহণে অনলাইন কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে বিকেল ৩টায় সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলার সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন , সহকারী কমিশনার ভূমি মোঃ আসাদুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদুজ্জামান সাঈদ, খালেদা আইয়ুব ডলি, থানার ইন্সপেক্টর তদন্ত মোঃ জিল্লাল হোসেন,শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব আকবর কবীর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম,উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকবৃন্দ,বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠান, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী বৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

One response to “মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে তথ্যপ্রযুক্তিতে বাংলাদেশ অনেক এগিয়েছে শ্যামনগরে উদ্ভাবনী মেলার উদ্বোধন অনুষ্ঠানে জগলুল হায়দার এমপি”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ডিজাইন ও কারিগরি সহযোগীতায়- সুন্দরবন আইটি লিমিটেড