মোঃ আল আমিন (রানা ) কয়রা থেকেঃ
খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের দেয়াড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. সাইদুর রহমান (৭৫) এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ।
শুক্রবার বিকাল ৫ টায় উপজেলার মহারাজপুর ইউনিয়নের দেয়াড়া গাজী বাড়ি ঈদগাহ মাঠে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বি এম তারিক উজ্জামান,কয়রা থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান, কয়রা থানার তদন্তকারী অফিসার টিপু সুলতান, মুক্তিযোদ্ধা ইমদাদ হোসেন গাজী, মো.আফসার গাজী, মো.লুৎফর রহমান প্রমুখ।
বীর মুক্তিযোদ্ধার পুত্র মো. শরিফুল ইসলাম জানান, তার পিতা শারিরীক অসুস্থ থাকায় তাকে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং উন্নত চিকিৎসার জন্য গত বৃহষ্পতিবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই শুক্রবার সকাল ৮ টায় ইন্তেকাল করেন। তিনি স্ত্রী ও দুই পুত্র রেখে গেছেন।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান মুক্তিযুদ্ধকালীন বিশেষ গেরিলা বাহিনীর সদস্য ছিলেন এবং কয়রা আওয়ামী লীগের সাবেক সদস্য ছিলেন।
Leave a Reply