মনির বাবু. বিশেষ প্রতিনিধি: কক্সবাজারে ইজিপিপি+ ও ইএমসিআরপি প্রকল্পে কর্মরত সুশীলনের কর্মীদের অংশগ্রহণে সারাদিন ব্যাপী বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। আজ ১০ ফেব্রুয়ারি (শনিবার) কক্সবাজারের চকোরিয়া উপজেলার নিভৃতে নিসর্গ পার্কে সুশীলনের আয়োজনে সারাদিন ব্যাপী এ বনভোজন অনুষ্ঠিত হয়।
বার্ষিক বনভোজন অনুষ্ঠান ভিডিও কলের মাধ্যমে শুভ উদ্বোধন করেন সুশীলনের নির্বাহী প্রধান, উপকুল বন্ধু মোস্তফা নুরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন সুশীলনের উপ-পরিচালক মোঃ শহিদুল ইসলাম, টিম লিডার, অতিদরিদ্রের জন্য কর্মসংস্থান কর্মসূচি প্লাস (ইজিপিপি+) প্রকল্প, সুশীলন। আরো উপস্থিত ছিলেন সুমনা সারাহ ভূইয়া, কমিউনিটি ওয়ার্ক ফেয়ার স্পেশালিষ্ট, অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি প্লাস (ইজিপিপি+) প্রকল্প, সুশীলন, রেজাউল কবির, ডাটা এন্ট্রি সুপারভাইজার, অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি প্লাস (ইজিপিপি+) প্রকল্প, সুশীলন,অতিদরিদ্রের জন্য কর্মসংস্থান কর্মসূচি প্লাস ইজিপিপি প্রকল্প কক্সবাজার জেলার সদর উপজেলা, রামু উপজেলা, ঈদগাহ উপজেলা, চকোরিয়া উপজেলা, পেকুয়া উপজেলা, মহেশখালী উপজেলা, কুতুবদিয়া উপজেলা, উখিয়া উপজেলা ও টেকনাফ উপজেলায় কর্মরত সুশীলনের ডাটা এন্ট্রি অপারেটর কাম কমিউনিটি মবিলাইজারগণ ও ইএমসিআরপি প্রকল্প সুশীলনের ওয়াস প্রোমোটরগণ।
সারাদিন ব্যাপী বার্ষিক বনভোজনে ছিলো খেলাধুলা, নাচ,গান,খাওয়া দাওয়া ও নৌকা ভ্রমণ। নৌকা ভ্রমণ শেষে উপস্থিত সকলের হাতে উপহার সামগ্রী তুলে দেন ইজিপিপি+ প্রকল্প, সুশীলনের টিম লিডার মোঃ শহিদুল ইসলাম, কমিউনিটি ওয়ার্ক ফেয়ার স্পেশালিষ্ট সুমনা সারাহ ভূইয়া ও ডাটা এন্ট্রি সুপারভাইজার রেজাউল কবির। টিম লিডার সকলের সুস্বাস্থ্য ও সর্বাঙ্গীণ উন্নতি কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
Leave a Reply