সংবাদ শিরোনামঃ
সুন্দরবন দেখতে যেয়ে মোটর সাইকেল থেকে পড়ে চালকের মৃত্যু  কালিগঞ্জের মৌতলা কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শ্যামনগর ঠিকাদার কল্যাণ সমিতির নির্বাচনে আছু সভাপতি, হাফিজ সম্পাদক নির্বাচিত হয়েছে শ্যামনগরের রমজান নগর কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত কালিগঞ্জের বিষ্ণুপুরে একতা তরুণ ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে  শ্যামনগর নুরনগরে বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’ ও জনসম্পৃক্তি কর্মশালা অনুষ্ঠিত শ্যামনগরের মুন্সিগঞ্জে কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত  কয়রায় অসহায় রোগীদের মাঝে শীত বস্ত্র বিতরণ ৯ নং সোরা দৃষ্টিনন্দন হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা কিন্ডার গার্টেন স্কুলের বার্ষিক ফল প্রকাশ  কালিগঞ্জের বিষ্ণুপুর সিম প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে
গাবুরা ৯নং সোরা এলাকার নদীর চরের গাছ কাটায় স্থানীয় ২০জনের নামে মামলা

গাবুরা ৯নং সোরা এলাকার নদীর চরের গাছ কাটায় স্থানীয় ২০জনের নামে মামলা

সাতক্ষীরায় আইলায় বিধস্ত শ্যামনগরে মসজিদে মাইকিং করে চর বনায়নের গাছ কাটার অভিযোগে ২০ জনের নামে মামলা হয়েছে।গাবুরা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নন্দলাল বাদী হয়ে গত ২৯ জানুয়ারি শ্যামনগর থানায়এমামলা করেন।

আইলা-পরবর্তী সময়ে লোনা পানির আগ্রাসনে দ্বীপবেষ্টিত গাবুরা ইউনিয়ন ধু-ধু বালুতে পরিণত হয়। সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতায় ওই ইউনিয়নের বিভিন্ন রাস্তার পাশ, বেড়িবাঁধ এবং নদীর চর বনায়ন করা হয়। কিন্তু স্বার্থান্বেষী কিছু মানুষের কারণে বনায়ন কার্যক্রম মুখ থুবড়ে পড়তে শুরু করেছে। গাছ কাটার প্রতিবাদে স্থানীয়ভাবে স্থানীয় জনগোষ্ঠী এবং পরিবেশবাদী সংগঠনগুলো মানববন্ধনসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ জানান। পরিবেশবাদী ও বেসরকারি সংস্থার কর্মকর্তারা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন।

মামলার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) শাখাওয়াত হোসেন। তিনি বলেন, সরকারি জায়গা থেকে গাছ কাটার অভিযোগে ২০ জনের নামে এবং অজ্ঞাত আরও ১০০ জনকে আসামি করে শ্যামনগর থানায় মামলা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

মামলা সূত্রে জানা গেছে, গাবুরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে ২ হাজার ৯০ মিটার ওয়াপদার বেড়িবাঁধের কাজ বর্তমানে চলমান রয়েছে। বেড়িবাঁধের কাজ করতে গিয়ে কপোতাক্ষ নদীর পারে থাকা বিভিন্ন প্রজাতির চার হাজারের বেশি গাছ কেটে ফেলেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। সকাল হলেই মসজিদের মাইকে প্রচার করে বনায়নের গাছ কাটার উৎসবে নামেন এলাকাবাসী।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ডিজাইন ও কারিগরি সহযোগীতায়- সুন্দরবন আইটি লিমিটেড