মাসুদ পারভেজ কালিগঞ্জঃ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ (ইউসিসিএ) এর ৪১তম বার্ষিক সাধারণ সভা (২০২২-২৩) রোববার বেলা সাড়ে ১১ টায় ইউসিসিএ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর আয়োজনে সাধারণ সভায় ইউসিসিএ লিমিটেড এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা এসএম শাহাদাত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। বিআরডিবি’র জুনিয়র অফিসার মেহেদী হাসানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার তানজিয়ারা খাতুন প্রমুখ।
সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কালিগঞ্জ ইউনিটের সাধারণ সম্পাদক ইউপি সদস্য এসএম গোলাম ফারুক, কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আবুল কাশেম, সমবায়ী শেখ লুৎফর রহমান প্রমুখ।
আলোচনা সভা শেষে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ৫ ক্যাটাগরিতে মনোনীত সমবায়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সভায় রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, সাংবাদিক এসএম আহম্মাদ উল্লাহ বাচ্ছু, শেখ শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।
বার্ষিক সাধারণ সভায় উপজেলার ১০২ টি সমবায় সমিতির সমবায়ীদের উপস্থিতিতে ইউসিসিএ লিমিটেড এর ২০২২-২০২৩ সালের মূল কর্মসূচির ও আবর্তক তহবিলের (সমন্বিত) জমাÑখরচের হিসাব বিবরণী প্রকাশ করা হয়।
Leave a Reply