শ্যামনগর প্রতিনিধি :গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধিনে ১০০ টি উপজেলায় ১টি করে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থাপন প্রকল্পের আওতায় নবনির্মিত শ্যামনগর ও কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ হস্তান্তরের লক্ষ্যে পাঁচ সদস্য বিশিষ্ট টিম পরিদর্শন করেন।
২৬শে জানুয়ারি শুক্রবার বিকালে কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ও ২৭ শে জানুয়ারি শনিবার সকালে শ্যামনগর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ পরিদর্শন করেন ১০০টি উপজেলায় ১টি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক (উপ সচিব) ডক্টর আবুল কাশেম মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, কারিগরি শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক-১২ খন্দকার হুমায়ুন কবির, সহকারী পরিচালক -৮ মফিজুল ইসলাম, সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ইন্সট্রাক্টর (ওয়েল্ডিং) রওশান আলী বিশ্বাস, ১০০টি উপজেলায় ১টি করে টিএসসি স্থাপন প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক জমিউল আক্তার খন্দকার।
এসময় উপস্থিত ছিলেন শ্যামনগর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবুল খায়ের মোহাম্মদ বাহাউদ্দীন, কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হায়াত আলী মন্ডল, সাতক্ষীরা জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এর সহকারী প্রকৌশলী হাসিব শেখ, শ্যামনগর উপ-সহকারী প্রকৌশলী আব্দুর রহমান, কালীগঞ্জ উপ-সহকারী প্রকৌশলী রবিন দেবনাথ, শ্যামনগর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ঠিকাদার শফিকুল ইসলাম মধু কালীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ঠিকাদার বাপি, সহকারী ঠিকাদার ইকবাল হোসেন প্রমুখ ।
Leave a Reply