শ্যামনগর উপকূল অঞ্চলের সুনামধন্য বিদ্যাপীঠ বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়। অত্র বিদালয়ের
২০২৪ সালের এস এস সি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, অত্র বিদ্যাপীঠের মাঠে (২৪ জানুয়ারি) মঙ্গলবার সকাল দশটায়।
বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আইয়ুব আলীর সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা পশ্চিম বনবিভাগের সহকারি বন সংরক্ষক এম,কে,এম ইকবাল হোছাইন চৌধুরী।
সভাপতির শুভেচ্ছা বক্তব্যের মধ্যে দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরুকরা হয়।
বিদায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বুড়িগোয়ালিনী ইউনিয়নের আট নং ওয়ার্ডের ইউপি সদস্য এম এম রবিউল ইসলাম,
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী নৌ-থানার অফিসার ইনচার্জ আহসান হাবিব, পুলিশিং কমিটির সভাপতি মোঃ আমজাদ হোসেন, সাবেক শিক্ষক মজিবর রহমান, বুড়িগোয়ালিনী ফরেস্ট জামে মসজিদের পেশ ইমাম হাফেজ রেজাউল করিম, ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য (মহিলা) ফাতেমা খাতুন, সাবেক শিক্ষক আব্দুল জলিল, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম, জাকির সিদ্দিকী সোহাগ, রবিউল ইসলাম, বনবিভাগের আল-মামুন সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক মন্ডলী।
অত্র বিদ্যাপীঠ থেকে ২০২৪ সালে ৪৯ জন শিক্ষার্থী এস এস সি পরিক্ষায় অংশ গ্রহণ করবেন বলে জানান বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আইয়ুব আলী।
এসময় প্রধান অতিথির বক্তব্যে বলেন ২০২৪ সালে এই বিদ্যাপীঠ থেকে যে সমস্ত শিক্ষার্থী পরিক্ষা দিবেন তাদেরকে ভালো ভাবে পড়াশুনা করতে হবে, তাছাড়া তিনি আরো বলেন পরিক্ষার হলে যেয়ে মনযোগ দিয়ে প্রশ্নর উত্তর সঠিকভাবে খাতায় লিখার পরামর্শ দিয়ে বক্তব্য শেষ করেন।
সভাপতির সমাপনী বক্তব্যর মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ করা হয়।
সমগ্রহ অনুষ্ঠান পরিচালনা করে সহকারি শিক্ষক তাজুল ইসলাম।
Leave a Reply