সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে। জেলায় বিভিন্ন টেলিভিশনে কর্মরত ফটোসাংবাদিকদের নিয়ে নবগঠিত এই কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সময় টিভির আমিনুর রহমান সবুজ ও যমুনা টিভির আবিদ হাসান।
জেলা টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের অন্য সদস্যরা হলেন- সাংগঠনিক সম্পাদক ডিবিসি নিউজের মোঃ জাহাঙ্গীর হোসেন সবুজ, অর্থ বিষয়ক সম্পাদক এসএ টিভির মোঃ জাকির হোসেন, দপ্তর সম্পাদক এশিয়ান টিভির মোঃ সাগর হোসেন, সিনিয়র কার্যকরী সদস্য এনটিভির আরিফুল ইসলাম আশা, সিনিয়র সদস্য ৭১ টিভির সৈয়দ সাদিকুর রহমান, মোহনা টিভির চন্দন চৌধুরী, এটিএন নিউজের মোঃ ইয়ারুল ইসলাম, মাইটিভির একরামুজ্জামান জনি প্রমুখ।
উল্লেখ্য, ২০২৩ সালে সাতক্ষীরা টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যক্রম শুরু হয়। এতদিন সংগঠনটির কোন কমিটি না থাকলেও এখন থেকে বর্তমান কমিটির অধীনে কার্যক্রম চলবে বলে জানিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক আবিদ হাসান।
Leave a Reply