কয়রা থেকে মোঃ আল আমিন রানা
খুলনার কয়রা উপজেলার কয়রা মদিনাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ৫২ তম জাতীয় স্কুল,মাদরাসা ও কারিগারি ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেছেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য মো.রশীদুজ্জামন মোড়ল।শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হওয়ার আহ্বান জানান কয়রা-পাইকগাছার সংসদ সদস্য মো.রশীদুজ্জামান মোড়ল ।
বুধবার কয়রা সদরে কয়রা মদিনাবাদ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ৫২ তম জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত সংসদ সদস্য মো.রশীদুজ্জামান মোড়ল বলেন, বর্তমান সরকারের যুগোপযোগী শিক্ষাব্যবস্থা সর্বস্তরে বাস্তবায়নের জন্য শিক্ষক, অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলকে একসাথে কাজ করতে হবে।
ভালো ফল অর্জনে শিক্ষকদের ফলপ্রসূ পাঠদানে আরো যত্নবান এবং শিক্ষার্থীদের লেখাপড়ায় আরো বেশি মনোযোগী হতে হবে।মুক্তিযুদ্ধের চেতনাকে অন্তরে লালন করে এ দেশকে বঙ্গবন্ধুর সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে হবে।
উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম শফিকুল ইসলাম,সহকারী কমিশনার (ভূমি) তারিক উজ-জামান,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,উপজেলা শিক্ষা অফিসার সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবক গণ।
Leave a Reply