নিজস্ব প্রতিবেদকঃ
সাতক্ষীরার শ্যামনগরে রাতের আঁধারে এক কৃষকের তিন শতাধিক মিষ্টি কুমড়া গাছ কেটে সাবান করে দিয়েছে দুর্বত্তরা শনিবার ১৪ জানুয়ারি দিবাগত রাতে উপজেলার গোবিন্দপুর কলোনীপাড়া গ্রামের সহরব মিস্ত্রীর ছেলে রুহুল কুদ্দুস মিস্ত্রির ক্ষেতের কুমড়া গাছ কেটে এই ক্ষতি করা হয় ক্ষতিগ্রস্ত কৃষক রুহুল কুদ্দুস জানান ১৩ বছর আগে স্থানীয় এক জমির মালিকের কাছ থেকে ১৪ বিঘা জমি লিজ নিয়ে মাছ চাষের সাথে বেড়িতে সবজি চাষ করে আসতেছি এ বছর সমিতি থেকে লোন করে লাভের আশায় সব জমিতে মিষ্টি কুমড়া চাষ করি প্রতিটি গাছে পাঁচ ছয়টা কুমড়ার ফল ধরেছে কিন্তু কে বা কারা সত্যতা করে শনিবার রাতে ফলন্ত গাছগুলো কেটে সাবান করে দিয়ে গেছে এ বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন সুনির্দিষ্ট অভিযোগ পেলে দ্বন্দ্ব করে ব্যবস্থা নেওয়া হবে
Leave a Reply