কয়রা থেকেঃ
বাঘের আনাগোনা দেখা গিয়েছে খুলনা জেলা কয়রা থানার আওতাভুক্ত শাকবাড়িয়া ফরেস্ট টহল ফাড়ী অফিসের আঙিনায় ।( ১০সে জানুয়ারি ২০২৪ )বুধবার বেলা ১২.৩০ মিনিটে । প্রতিবছরের মতোই এ বছরও বাংলাদেশের বৃহৎ সুন্দরবনে একেবারে কল ঘেঁষে চলাফেরা করছে বাঘিনী ও তার ছানা আতঙ্কে আছে এলাকাবাসী ও বন বিভাগের সদস্যরা।
বন বিভাগের কর্মকর্তারা বলেন তাদের অফিসের পাশ দিয়ে বাঘিনী ও তার ছানাকে নিয়ে নদীর পাড় দিয়ে ঘোরাফেরা করছে,এবং তাদের অফিসের একেবারে পাশে পুকুরপাড়ের ডান পাশে সুন্দরবনের ভিতরে দেখা গিয়েছে । তার পাশাপাশি এলাকার জেলে বাওয়ালী বলে ছোট মোল্লা খালি, বড় মোল্লাখালি ও ছেড়া খালি নামক কয়েকটি খালের পার দিয়ে চলাফেরা করতে দেখে এবং তার আশপাশে তাদের অনেক পয়ের ছাপ দেখা য়ায়, সে কথা শুনে সাংবাদিক আল-আমিন রানা নিজে ঘটনাস্থলে গিয়ে পর্যবেক্ষণ করে । সেই আতঙ্কেই সকলেই উদ্বিগ্ন হয়ে আছে সুন্দরবনের প্রবেশ করতেও পারতেছে না ঠিকমতো । এজন্য শাকবাড়িয়া টহল ফাড়ীর উদ্যোগে এলাকার মানুষদের শর্তক করা হচ্ছে ।
Leave a Reply