উপকূলীয় অঞ্চল(শ্যামনগর) প্রতিনিধিঃ
জয় বাংলা ইয়ুথ এওয়ার্ড বিজয়ী জাতীয় পর্যায়ের পরিবেশবাদী সংগঠন ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস সাতক্ষীরা জেলা সমন্বয়কারী হিসেবে নিয়োগ পেয়েছেন জলবায়ু কর্মী সাতক্ষীরা উপকূলের মোঃ ইমাম হোসেন।
সে শ্যামনগর বুড়িগোয়ালিনী ইউনিয়নের আব্দুর রাজ্জাক মোল্যার ছেলে।
গত (৫ জানুয়ারি) ৪২ জেলায় সমন্বয়কারী নিয়োগ করে ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস।
ইমাম হোসেন দীর্ঘদিন ধরে উপকূলে স্বেচ্ছাসেবামূলক কাজে স্থানীয় পর্যায়ে কাজ করে যাচ্ছেন।
তিনি ২০২৩ সালে ইয়ুথনেট সাতক্ষীরা জেলার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
ইমাম বলেন, জলবায়ু পরিবর্তন একটি বৈশ্বিক সংকট।এই সংকট মোকাবেলায় স্থানীয় পর্যায় থেকে যেমন কাজ করতে হবে তেমনি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়েও কাজ করতে হবে।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কাজ করে সমন্বয়কের দায়িত্ব পেয়েছি। পৃথিবী বাঁচানোর এই লড়াইয়ে নিজেকে সম্পৃক্ত রাখতে পেরে আমি আনন্দিত।
নতুন দায়িত্ব পেয়ে তিনি ইয়ুথনেট কেন্দ্রীয় কমিটি সহ সারা বাংলাদেশের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ইয়ুথনেট সাতক্ষীরাকে এগিয়ে নিতে সকল সদস্যদের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
Leave a Reply