উপকূলীয় অঞ্চল(শ্যামনগর) প্রতিনিধঃ
সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম বন বিভাগের কোবাদক স্টেশনের টেকের খাল নামক স্থান থেকে ১ টি মৃত হরিণ ও ৬ বস্তা হরিণ শিকারের ফাঁদ উদ্ধার করেছে বন বিভাগ।
বন বিভাগ সুত্রে জানা যায় ৩ রা জানুয়ারি বুধবার কোবাদক স্টেশন কর্মকর্তা নেতৃত্ব সংঙ্গীয় ফোস নিয়ে নিয়মিত টহলকালে কোবাদক স্টেশন সংলগ্ন টেকের খাল নামক স্থান থেকে ১টি মৃত্য হরিণের মরা দেহ ও ৬ বস্তা হরিণ শিকারের ফাঁদ উদ্ধার করেছে।
কোবাদক স্টেশন কর্মকর্তা মোঃ মোবারক হোসেন সত্যতা নিশ্চিত করেছে।
Leave a Reply