এম এ হালিমঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শ্যামনগর কৃষ্ণনগর ইউনিয়নে নৌকার প্রার্থী আতাউল হক দোলনের জনসভা অনুষ্ঠিত হয়েছে।
২৫ ডিসেম্বর ২০২৩ তারিখ বিকাল ৫ টায় কৃষ্ণনগর ইউনিয়ন কিষান মুজদুর ইউনাইটেড একাডেমি স্কুল মাঠে চত্বরে এ জনসভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং নৌকার প্রতিকের মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী আতাউল হক দোলন।
সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ,কে ফজলুল হক।
বিশেষ অতিথি, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক জিএম সফিউল আযম লেনিন,
জেলা আওয়ামী লীগের শিল্প ও বার্নিজ্য বিষয়ক সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব শেখ এজাজ আহম্মেদ স্বাপন, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও কাশিমাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনিছুজ্জামান, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নরিম আলী মুন্সী, সাধারণ সম্পাদক ও তারালী ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক ছোট, যুগ্ম সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার মেহেদী হাসান সুমন, উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী, কৃষ্ণনগর ইউনিয়নের চেয়ারম্যান সাফিয়া পারভীর, সাতক্ষীরা জজ কোর্টের পিপি আব্দুল লতিফ সহ ২০ টি ইউনিয়নের চেয়ারম্যান ও নেতাকর্মীরা।
জনসভায় প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে নৌকা প্রতিকে ভোট দিন ৷ দেশে উন্নয়নকে অব্যহত রাখতে আবারও আওয়ামী লীগ সরকার দরকার ৷ কালীগঞ্জবাসী এতোদিন অবহেলিত ছিলো ৷ আজ আমি আপনাদের পাশে এসেছি।
দলীয়ভাবে মনোনীত হয়ে প্রথম কালিগঞ্জ কাঁকশিয়ালী নদীর পাড়ে প্রথম আপনাদের সাথে দেখা করে পরে আমার শ্যামনগরে গিয়েছি ৷ আপনারা এর আগে অনেকে প্রতিশ্রুতি পেয়েছেন কিন্তু ফলে মাত্র কিছুই পানাই।
কথা দিয়ে যাচ্ছি আমি নির্বাচিত হলে সমান্তরাল ভাবে একুই সাথে শ্যামনগর সহ আংশিক কালীগঞ্জ একটি মড়েল আসনে রুপান্তরিত করবো ৷ এটা আমার প্রতিশ্রুতি নই, এটা আমার রুপান্তরিত করার কথা।
যেভাবে উপজেলা চেয়ারম্যান হিসেবে শ্যামনগরের মানুষের পাশে থেকেছি ঠিক জাতীয় সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হয়ে আপনাদের পাশে থাকবো। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন, কালীগঞ্জ উপজেলা ভাইস্ চেয়ারম্যান নাজমুল আহসান।
Leave a Reply