সংবাদ শিরোনামঃ
বুড়িগোয়ালিনী নৌ থানার পক্ষ থেকে শহীদদের শ্রদ্ধা নিবেদন

বুড়িগোয়ালিনী নৌ থানার পক্ষ থেকে শহীদদের শ্রদ্ধা নিবেদন

আল-হুদা মালী নিজস্ব প্রতিনিধি: মহান মুক্তিযুদ্ধের ও বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উপলক্ষে বুড়িগোয়ালিনী নৌ থানা পুলিশ পালন করেন। শনিবার ১৬ ডিসেম্বর ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়।

বুড়িগোয়ালিনী নৌ থানা অফিসার ইনচার্জ মোঃ আহসান হাবিব খান বলেন, আহবানে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের শেষে আমরা পেয়েছি স্বাধীন দেশ। স্বাধীনতার রক্তিম সূর্য ছিনিয়ে আনতে বঙ্গবন্ধুর অবদান কৌন বাঙালী ভুলতে পারেনী। তিনি বাঙালী জাতির রূপকার। মহান বিজয় দিবস উপলক্ষে বুড়িগোয়ালিনী নৌ পুলিশের পক্ষ থেকে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বুড়িগোয়ালিনী ফরেষ্ট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ চত্বরে শহীদ মিনারে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে দেশের জন্য জীবন উৎসর্গকারী সব বীর শহীদ মুক্তিযোদ্ধার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে মহান মুক্তিযুদ্ধের লাখো শহীদের আত্মার মাগফিরাত কামনায় দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, বুড়িগোয়ালিনী নৌ থানা পুলিশের কর্মকর্তা-কর্মচারী, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা -কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থী, সাংবাদিক ও সর্বস্তরের জনসাধারণ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ডিজাইন ও কারিগরি সহযোগীতায়- সুন্দরবন আইটি লিমিটেড