কয়রা(খুলনা)প্রতিনিধি:
খুলনার কয়রায় গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।
রোববার( ২৬ নভেম্বর) উপজেলার ১নং আমাদী ইউনিয়ন পরিষদের আয়োজন এবং হেলভেটাস বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন এর অর্থায়নে ডরপ্-ইভলভ্ প্রজেক্ট এর সহযোগিতায় আমাদী ইউনিয়ন পরিষদে এ গণশুনানী অনুষ্ঠিত হয়।
আমাদী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান স্বপন কুমার সরকারের সভাপতিত্বে গণশুনানীতে উপস্হিত ছিলেন ইউনিয়ন সচীব আবদুল্লাহ আল মামুন, সুমন কুমার ঘোষ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবাদুল হক এবং ডরপ্ ইভলভ্ প্রজেক্ট কয়রা উপজেলার দায়িত্বে এফএফ মোঃ হারুন অর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন৷
অনুষ্ঠানটি সঞ্চালনা ও সূচনা বক্তব্য দেন ডরপ-ইভলভ্ প্রজেক্ট
প্রকল্প সমন্বয়কারী প্রতিভা বিকাশ সরকার। উন্মুক্ত সংলাপে বিভিন্ন ওয়ার্ড সভা হতে এলাকার জেন্ডার বান্ধব ও জলবায়ু সংবেদনশীল বিভিন্ন চাহিদা যেমন লবন সহনশীল কৃষি বীজও চারা, পুকুর সংস্কার, কালভার্ট নির্মাণ, রাস্তা মেরামত ও বেকার নারীদের আয়বৃদ্ধিমূলক প্রশিক্ষণ সহ আরও অনেক চাহিদার কথা তুলে ধরেন সিবিও ও সিএসও এবং সুশীল সমাজের নারী পুরুষ । ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট এ পুননির্ধারন বা পরবর্তী বাজেটে অন্তর্ভুক্ত করার পিটিশান আনুষ্ঠানিক ভাবে ওয়ার্ড সভাপাতি ইউনিয়ন পরিষদের কাছে হস্তান্তর করেন।
Leave a Reply