উপকূলীয় অঞ্চল (শ্যামনগর) প্রতিনিধিঃ
কয়রা থানাধীন আংটিহারা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহ ১জন এএসআই এবং ২জন কনস্টেবল গত ১৪ নভেম্বর২০২৩ তারিখে অভিযান ডিউটিতে গিয়ে অদ্যবধি ফাঁড়িতে
ফিরে আসিনাই বলে জিডি করেন
অ্যাডিঃ আইজি, নৌ পুলিশ বাংলাদেশ পুলিশ, ঢাকা বরাবর।
আংটিহারা নৌ পুলিশ ফাঁড়ির জিডি নং- ২৬৭, ১৪/১১/২০২৩ খ্রিঃ এবং
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ পুলিশ সুপারের কার্যালয় নৌ পুলিশ, খুলনা অঞ্চ ল, খুলনা।
নিখোঁজ হওয়া ব্যক্তিরা হলো
আংটিহারা নৌ পুলিশ ফাঁড়ির ইন চার্জ পুলিশ পরিদর্শক(নিঃ) মোঃ মোমেনুর রহমান, বিপিএম, বিপি-৭৪৯২০০৯৪০৫ তার সঙ্গীয় এএসআই(নিঃ) মোঃ সুমন, কনস্টেবল/৬৯০ এইচএম আবির হোসেন ও কনস্টেবল/ ১২৩৮ অলোক কৃষ্ণ মন্ডলসহ নৌ টহল সিসি নং-২৮২/২৩ এ বং জিডি নং-২৬৭, ১৪/১১/২০২৩ খ্রিঃ মূলে ১৪/১১/২০২৩
তারিখ ৮.৩০ ঘটিকার সময় শেখ বাড়ীয়া নদী ও ফাঁড়ির আশপাশ এলাকায় ট্রলারযোগে রাত্রিকালিন আইন শৃঙ্খলা ও নিরাপত্তা ডিউটি করার জন্য রওনা হন।
কিন্তু অদ্য ১৬/১১/২০২৩ তারিখ রাত্র ৯.৩০ ঘটিকা পর্যন্ত তারা এখনো কেউ ফাঁড়িতে ফেরত আসেনি। মোবাইল নেটওয়ার্ক না থাকায় তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। এমতাবস্থায় তাদের সন্ধান নিতে উক্ত এলাকার বন বিভাগ এবং কোষ্ট গার্ড এবং বিজিবির সাথে যোগাযোগ করা হচ্ছে। সন্ধান পাওয়া মাত্র বিষয়টি অবগত করা হবে।
জিডি তে উল্লেখ করা।
এ বিষয়ে কয়রা উপজেলা নির্বাহী অফিসার ও কয়রা থানা অফিসার ইনচার্জ এর কাছে জানতে চাইলে তানারা বলেন গত ১৪ নভেম্বর ডিউটিরত অবস্থায় আংটিহারা নৌ পুলিশ ফাঁড়ির ইনর্চাস সহ চারজন সুন্দরবনের ভিতরে হারিয়ে গিয়েছিল, তবে
শুক্রবার বিকাল তিনটায় তাদেরকে নীলকমল কোস্টগার্ড সুন্দরবন থেকে উদ্ধার করেছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ ব্যক্তিরা নীলকমল কোস্টগার্ডের হেফাজতে রয়েছে বলে কয়রা থানা সূত্রে জানা গেছে।
Leave a Reply