ভামিয়া সিসিআরসির ইয়ুথ গ্রুপের সভায় সকল সদস্যদের সম্মতি ক্রমে টিমকে আরো গতীশীল করতে ইয়ুথ টিমের কমিটি গঠন করা হয়েছে। (১৫ অক্টোবর ২০২৩) তারিখ বিকেল চারটায় সিসিআরসি এর কার্যলয়ে।
সভাপতি: মোঃ ইমাম হোসাইন
সহ সভাপতি: মোছাঃ সুফিয়া আক্তার
সাধারণ সম্পাদক: মোঃ শরিফুল ইসলাম সজল,
সহ সাধারণ সম্পাদক: সন্দিপা রানি বিশ্বাস
কোষাধ্যক্ষ : মৌসুমী রানি
প্রচার সম্পাদক:মোঃ জাহিদুল ইসলাম।
বে-সরকারী সংস্থা সিসিডিবি এর সিসিআরসি ইয়ুথ গ্রুপের সদস্যরা জলবায়ু পরিবর্তন নিয়ে উপকূলের মানুষের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করার উৎসাহ বাড়িয়ে দিতে এ কমিটি গঠন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সিসিআরসির সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম গাজী, পিসিসিআরসিবি প্রকল্পের উপজেলা সমন্বয়কারী সুজন বিশ্বাস, মাঠ সংগঠক মিঃ জগদীশ সরদার।
উপজেলা সমন্বয়কারী সুজন বিশ্বাস বলেন
সিসিডিবির, সিসিআরসি এর চলার গতি বৃদ্ধির করার লক্ষ্যে ইয়ুথ টিম কাজ করেন। তিনি আরো বলেন জলবায়ু পরিবর্তনে মানুষের সচেতনতা বাড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে এ ইয়ুথ টিম,আজ থেকে তাদের চলা ওকাজের গতী পথ আরো বাড়িয়ে দিবে।
অনুষ্ঠান পরিচালনা করেন জগদীশ বিশ্বাস।
Leave a Reply