ভোমরা প্রতিনিধি:
ভোমরা ইমিগ্রেশন পুলিশের বিভিন্ন কর্মকান্ড পরিদর্শন করেছেন খুলনা বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ। বৃহস্পতিবার এ পরিদর্শন করেন তিনি। উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক হুমায়ুন কবির, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী আরিফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) শেখ মইনুল ইসলাম মঈন। এসময় ভোমরা স্থলবন্দরের জিরো পয়েন্টে সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানান ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ মাজরিহা হোসাইন। খুলনা বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ বিভিন্ন উন্নয়ন সম্পর্কে খোঁজ খবর নেন। এছাড়া পাসপোর্ট যাত্রীরার যাতে কোন ভোগান্তিতে না পড়ে সে দিকে খেয়াল রাখার নির্দেশ দেন তিনি।
Leave a Reply