পীযুষ বাউলিয়া পিন্টু মুন্সীগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি:
ইউএসএআইডি’র অর্থায়নে, বাংলাদেশ সরকারের সহায়তায়, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশে কর্তৃক বাস্তবায়িত,এস ডি আর আর প্রকল্পের আওতায় কালিগঞ্জ উপজেলায় ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) এর কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে অংশীজন অবহিতকরণ কর্মশালা উপজেলা নিবার্হী অফিসারের সম্মেলন কক্ষে অনুষ্টিত হয়েছে। ৩১ আগষ্ট সকাল ১০ ঘটিকায় উপজেলা নিবার্হী অফিসার রহিমা সুলতানা বুশরা কর্মশালার উদ্ধোধন ঘোষনা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ও অলোচক হিসেবে জনাব আহমাদুল হক, পরিচালক সিপিপি; সিপিপির কার্যক্রম ও সিপিপি স্বেচ্ছাসেবকদের দ্বায়িত্ব কর্তব্য ও নিয়োগ প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন, জনাব সাঈদ মেহেদী, উপজেলা চেয়ারম্যান, উপজেলা পরিষদ কালিগঞ্জ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। উক্ত অনুষ্ঠানে মুন্সী নূর মোহাম্মদ, সিনিয়র সহকারী পরিচালক-সিপিপি শ্যামনগর, মোঃ মাহাবুবার রহমান, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার-এসডিআরআর প্রকল্প, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বৃন্দ, উপজেলা প্রশাসনের দপ্তর প্রধানগন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বৃন্দ, সাংবাদিক ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কর্মকতার্গন উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহন করে তাদের মতামত ও পরামর্শ প্রদান করেন। উল্লেখ্য যে এই প্রকল্পের আওতায় কালিগঞ্জ উপজেলায় ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) তাদের কার্যক্রম শুরু ও ১০৮টি ইউনিট গঠন এবং ২১৬০ জন সিপিপি স্বেচ্ছাসেবক নিয়োগদান ও প্রশিক্ষন সম্পন্ন করা হবে।
কালিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানটি উদ্বোধন করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রহিমা সুলতানা বুশরা। অনুষ্ঠানটির প্রধান অতিথি ও মুখ্য আলোচক হিসেবে ভূমিকা পালন করেছেন জনাব আহমাদুল হক,পরিচালক, সিপিপি। উক্ত অবহিতকরন কর্মশালার মাধ্যমে কা হবে। পরিবর্তিত জলবায়ুর সাথে দুর্যোগের চ্যালেঞ্জ মোকাবেলায় কালিগঞ্জ উপজেলার পরিবর্তিত জলবায়ুর সাথে দুর্যোগের চ্যালেঞ্জ মোকাবেলায় সিপিপি গঠন কালিগঞ্জ উপজেলার আপামর তৃণমূল মানুষের প্রানের দাবি ছিলো। তৃণমূল মানুষের প্রানের দাবি ছিলো।সমগ্র কর্মশালাটি পরিচালনা করেন অত্র প্রকল্পের প্রকল্প কর্মকতা দিপংকর সাহা।
Leave a Reply