সংবাদ শিরোনামঃ
কয়রায় অসহায় রোগীদের মাঝে শীত বস্ত্র বিতরণ ৯ নং সোরা দৃষ্টিনন্দন হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা কিন্ডার গার্টেন স্কুলের বার্ষিক ফল প্রকাশ  কালিগঞ্জের বিষ্ণুপুর সিম প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে কয়রায় সুন্দরবনের ৩৪ কেজি হরিণের মাংসসহ আটক ১ সাতক্ষীরা উপকূলে শীত জেগে বসেছে, নিম্ন আয়ের মানুষ পড়েছে বিপাকে অভিযোগ স্থানীয়দের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক দুর্ঘটনায় নি*হ*ত ৪ শ্যামনগর উপজেলা আমিন (সার্ভেয়ার) সমিতির নতুন কমিটি গঠন কালিগঞ্জে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত  আজকের মত শীত কি পুরো মাস জুড়েই থাকবে যা জানালো আবহাওয়া অফিস শ্যামনগরে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফায় জনসম্পৃক্ততা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 
বঙ্গোপসাগরে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ৯জন জেলে উদ্ধার

বঙ্গোপসাগরে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ৯জন জেলে উদ্ধার

বুড়িগোয়ালিনী (শ্যামনগর) প্রতিনিধিঃ
সাগরে নিম্নচাপ সৃষ্টি হওয়ায় বৈরী আবহাওয়ায় বঙ্গোপসাগরে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ৯জন জেলেকে মান্দারবাড়িয়া এলাকা থেকে উদ্ধার করেছে গত ২আগস্ট সকাল ১০টায় বন বিভাগের সদস্যরা । শুক্রবার (৪ আগষ্ট) সন্ধ্যা ৬টার দিকে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ কার্যালয় থেকে উদ্ধার করা এসব জেলেদের ছেড়ে দেয়া হয়ে বলে জানান বনবিভাগ।
উদ্ধার কৃত জেলেরা হলেন, পিরোজপুর জেলা মঠবাড়িয়া থানার হোগলপাতি গ্রামে মৃত মজিদের ছেলে খলিল, খলিলের ছেলে মানিক, দুলাল ও হেলাল, একই গ্রামের জয়নালের ছেলে আলাউদ্দিন, রশিত এর ছেলে ছায়েদ, সুনামিয়ার পুত্র খলিল, উলুবেরিয়া গ্রামের কাদের বিশ্বাসের পুত্র শহিদুল ইসলাম,বাগেরহাট জেলার শরনখোলা থানার বকুলতলা গ্রামের লতিফ মৃধা এর ছেলে জিয়া উদ্দিন মৃধা।
উদ্ধারকৃত জেলেরা বলেন, ইলিশ মাছ ধরার জন্য বঙ্গোপসাগরে অবস্থানকালে বৈরী আবহাওয়ার মধ্যে পড়ি। এরমধ্যে আমাদের ট্রলারের ইঞ্জিন নষ্ট হয়ে যায়। সাগরেই ভাসতে থাকি। একপর্যায়ে জীবনে বেঁচে ফিররো এমন আশা ছেড়ে দিয়েছিলাম। পরে ভাগ্যক্রমে মান্দারবাড়িয়া ফাঁড়ির বন বিভাগের একটি টহল টিমের নজরে পড়লে তারা উদ্ধার করে নিয়ে আসে।
সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনের সহকারী বনসংরক্ষক এম কে এম ইকবাল হোসাইন চৌধুরী বলেন, ৯জন জেলেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। তারা সাগরে ভাসতে ভাসতে সাতক্ষীরা রেঞ্জের বাহির মান্দারবাড়িয়া এলাকায় পৌঁছায়। সেখানে বন ফাঁড়ির একটি টহল দল বুধবার তাদের উদ্ধার করে। এরপর থেকে তারা বন বিভাগের হেফাজতে ছিল। শুক্রবার সন্ধ্যায় তাদের নিরাপদে মুক্ত করে দেয়া হয়েছে। তাদের কাছে ইলিশ মাছ ধরার পাশ পারমিট পাওয়া গেছে। বৈধভাবেই সাগরে মাছ ধরছিলেন এসব জেলেরা।
তিনি আরও বলেন, গত বছরও আগস্ট মাসে বন বিভাগ ৬৫ জন বিপদগ্রন্থ জেলেকে উদ্ধার করেছিল এবং তাদেরকে নিরাপদে বাড়ি যাওয়ার ব্যবস্থা করেছিল।
সাগর থেকে উদ্ধার কৃত জেলে,ট্রলার মাঝি খলিল বলেন বনবিভাগের সহযোগিতায় আমারা প্রাণ ফিরে পেয়েছি, তিন দিন সাগরে ভাসা অবস্থায় আমারা প্রাণের মায়া ছেড়ে দিয়ে ছিলাম। বনবিভাগের সদস্যদের দেখাপেয়ে নতুন করে বাঁচার উপায় খুঁজে পেলাম।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ডিজাইন ও কারিগরি সহযোগীতায়- সুন্দরবন আইটি লিমিটেড