সংবাদ শিরোনামঃ
রমজাননগরে দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত শ্যামনগরে সিসিডিবির জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরির লক্ষ্যে এনজিও গনমাধ্যমকর্মী ও ইউ পি সদস্যদের সাথে মতবিনিময় সভা ভূমিদস্যুদের হাত থেকে ভূমিহীনদের জায়গায় ফেরত ও মিথ্যা মামলা থেকে রেহায় পেতে মানববন্ধন  শ্রীমঙ্গলে ক্ষমতার দাপট দেখিয়ে জমি দখল স্কুল পর্যায়ে ছাত্র-ছাত্রীদের জলবায়ু পরিবর্তন বিষয়ক সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী কালিগঞ্জের ভাড়াশিমলায় জামায়াতে ইসলামির কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে  কালিগঞ্জের কৃতি সন্তান ড. রেজাউল করিম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি শ্যামনগরে সরকারি খাল থেকে অবৈধ পাটা অপসারণ ও অবৈধ স্থাপনা উচ্ছেদ আগামী ২৬ শে সেপ্টেম্বর কি ঘটতে যাচ্ছে ম্যাজিস্ট্রেসি পাওয়ারে যেসব কাজ করতে পারবে বাংলাদেশ সেনাবাহিনী
শ্যামনগরে উপজেলা চেয়ারম্যান আতাউল হক দোলনের উন্নায়ন ও শান্তি সমাবেশে জনতার ঢল

শ্যামনগরে উপজেলা চেয়ারম্যান আতাউল হক দোলনের উন্নায়ন ও শান্তি সমাবেশে জনতার ঢল

বিশেষ প্রতিনিধিঃ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মাপুকুর ইউনিয়নের সচেতন সমাজের পক্ষ থেকে উন্নায়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শান্তি সমাবেশে সহস্রাধিক জনতার ঢল।

২০ জুলাই বৃহস্পতিবার বিকাল ৪ চায় ইউনিয়নের পাখিমারা ফেরিঘাট সংলগ্ন এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

পদ্মপুকুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ্মাপুকুর ইউনিয়নের সচেতন সমাজ কমিটির সভাপতি অ্যাডভোকেট নুর ইসলামের সভাপতিত্বে। প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শ্যামনগর উপজেলার পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন। শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক স,ম,আব্দুস সাত্তার, সাবেক ছাত্রনেতা উপজেলা আ’লীগের নেতা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদুজ্জাম সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলী, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ঈশ্বরীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি চেয়ারম্যান শখোর আলী, উপজেলা আওয়ামী লীগের সদস্য মারুফ বিল্লাহ, রমজান নগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা আলহাজ্ব শেখ জাহাঙ্গীর আলম পদ্মাপুকুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা বিশ্বজিৎ মন্ডল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ফয়সাল আহমেদ সুমন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাগর কুমার মন্ডল প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাঁতী লীগ, কৃষক লীগ, যুবলীগ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা পরিচালনা করেন ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম।

এসময় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কয়েক সহস্রাধিক নেতৃবৃন্দ আলোচনা সভায় অংশগ্রহণ করে।

উক্ত অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশের সরকারের বিভিন্ন উন্নয়নের সফলতা তুলে ধরেন। তিনি, আওয়ামীলীগ সরকারের উন্নয়নের সফলতা-মেগা প্রকল্প: স্বপ্নের পদ্মা সেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু স্যাটেলাইট-০১, পায়রা বন্দর, বঙ্গবন্ধু টানেল, শতভাগ করোনা টিকা নিশ্চিতকরণ, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মুজিব শতবর্ষ উপলক্ষে হাজার হাজার ভূমিহীনদের মাঝে গৃহ প্রদান, ৫৬৪ টি মডেল মসজিদ নির্মাণ (চলমান), মসজিদ-মাদ্রাসা, মন্দিরের সার্বিক উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সহ স্থানীয় উন্নয়নের সফলতা প্রচার করেন। উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগকে পুনরায় নির্বাচিত করার জন্য সকলের কাছে মূল্যবান ভোট এবং দোয়া প্রার্থনা করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ডিজাইন ও কারিগরি সহযোগীতায়- সুন্দরবন আইটি লিমিটেড