কয়রা(খুলনা)প্রতিনিধিঃ
কয়রায় ইউএসএআইডি ইকোসিস্টেম প্রতিবেশ এ্যাকটিভিটি প্রকল্পের সহায়তায় ও দাকোপ-কয়রা সহ-ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির তত্ববধানে সুন্দরবনের সম্পদ রক্ষায় নিয়োজিত বন কর্মী ও সিপিজি সদস্যদের প্রাথমিক চিকিৎসা বিষয়ে ২ দিন ব্যাপী প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। কয়রা সদরের সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে এ প্রশিক্ষনে খুলনা রেঞ্জের ২৫ জন সদস্য অংশ গ্রহন করেন। প্রশিক্ষনে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন সুন্দরবন পশ্চিম বিভাগের জাতীয় পরামর্শক (বিশেষজ্ঞ চিকিৎসক) ডাঃ তাহনুন রহমান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মুখ্য প্রশিক্ষক মোল্লা তোহিদুল ইসলাম নয়ন ও জুনিয়র সহকারী পরিচালক মেহেদী হাসান। প্রশিক্ষনে সার্বিক দায়িত্ব পালন করেন প্রতিবেশ এ্যাকটিভিটি প্রকল্পের মোঃ শাহিন ইসলাম। গতকাল ২০ জুলাই বিকাল ৪ টায় সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিবেশ এ্যাকটিভিটি প্রকল্পের কয়রা-দাকোপ সাইট অফিসার মোঃ আলাউদ্দিন। এতে বক্তব্য রাখেন কয়রা টহল ফঁাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, বজবজা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা সুরেশ চন্দ্র মিস্ত্রী, দাকোপ-কয়রা সহ-ব্যবস্থাপনা কমিটির ট্রেজারার মোঃ রিয়াছাদ আলী, সিপিজি সদস্য সাইফুল ইসলাম,বিল্যাল হেসেন, রাফেজা খাতুন প্রমুখ। প্রশিক্ষনে সুন্দরবনে ডিউটি করার সময় বন কর্মী ও সিপিজি সদস্যরা কোন রকম দুর্ঘটনার শিকার হয় কিংবা বিপদাপন্ন টহল অবস্থায় কিভাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করতে হবে তার উপর প্রশিক্ষন গ্রহন করেন প্রশিক্ষনে উপস্থিত সদস্যরা।
Leave a Reply