মাসুদ পারভেজ কলিগঞ্জ থেকেঃ
বেসরকারি উন্নয়ন সংস্থা রুপন্তরের উগ্রপন্থা প্রতিরোধে সক্রিয় জনসম্পৃক্তকরণ প্রকল্পের আওতায় জাতীয় যুবনীতি বাস্তবায়নে কালিগঞ্জে অধিপরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯জুলাই) সকাল ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে জাতীয় যুব নীতি ২০১৭ কার্যকর বাস্তবায়নে উপজেলা পর্যায়ে অধিপরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আকরাম হোসেনের সভাপতিত্বে ও পিস কনসোডিয়ামের পরিচালক শাহাদাত হোসেন বাচ্চু’র সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অন্না চক্রবর্তী, মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলিম আল রাজী টোকন, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোবিন্দ মন্ডল, চাপাফুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুল গফুর, উপজেলা পুরোহিত সমাজের সভাপতি তারক চন্দ্র আচার্য, পিস ক্লাবের সদস্য শেখ হারুন, আলামিন প্রমূখ।
রূপান্তরের কালিগঞ্জ উপজেলা সমন্বয়ক মো. মিনহাজুল হকের সার্বিক ব্যবস্থাপনায় সভায় আরো উপস্থিত ছিলেন প্রকল্পের সমন্বয়ক গোলাম কিবরিয়া ও সুমিত শাহরিয়ার, সভায় বিভিন্ন ইউনিয়নের পিস ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply