কালিগঞ্জ প্রতিনিধিঃ
কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে শনিবার সকালে কালিগঞ্জ থানা কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে আজ সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি থানা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলা সদরের প্রধান
প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালিগঞ্জ ব্রীজ সংলগ্ন বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে এসে শেষ হয়। এরপরে সকলে সুশৃঙ্খল ভাবে সাতক্ষীরা জেলা পুলিশের কর্মসূচিতে যোগদানের জন্য সাতক্ষীরার উদ্দেশ্য রওনা হন। সাতক্ষীরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) আমিনুর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হালিমুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, ভাড়াশিমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হাসান নাইম, থানা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি কাজী কাহফিল অরা সজল, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান মুকুল সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply