সংবাদ শিরোনামঃ
গাঁজাসহ শ্যামনগরে শ্বাশুড়ি-বৌমা আটক নলতায় ৪ দফা দাবিতে ছাত্র -ছাত্রীদের আন্দোলন ও ক্যাম্পাসের নাম বদল কালিগঞ্জে উপজেলা বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত  কালিগঞ্জে জামায়াতের ৯টি ইউনিয়নের জামায়াতের আমীরগনের শপথ অনুষ্ঠিত  সামাজিক ও মানবিক কাজে বিশেষ অবদান রাখায় সেচ্ছাসেবীদের সংবর্ধনা প্রদান  কালিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হয়েছে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা ময়মনসিংহে যৌথ বাহিনীর অভিযানে ১জন গ্রেফতার কালিগঞ্জে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিজয় র‍্যালী অনুষ্ঠিত হয়েছে কালিগঞ্জে উপজেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য বিজয় র‍্যালী অনুষ্ঠিত নানা আয়োজনে শ্যামনগরে মহান বিজয় দিবস উদযাপন
ঘরবাড়ি জ্বালানো, মারধর, জমি দখল ও জীবন নাশের হুমকির প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন

ঘরবাড়ি জ্বালানো, মারধর, জমি দখল ও জীবন নাশের হুমকির প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন

শ্যামনগর প্রতিনিধিঃ
সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার রমজান নগর ইউনিয়নের ভৈরব নগর গ্রামের ভূমিধস্যু শেখ আব্দুল সামাদ এর নেতৃত্বে হিন্দু সম্প্রদায়ের অশ্বিনী মন্ডল কে তার বসতবাড়ি, জমি জায়গা থেকে বিতাড়িত করার লক্ষ্যে ঘরবাড়ি জালানো মারধর জমি দখল ও জীবননাশের হুমকির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৮ই জুন রোববার বিকাল ৫টায় ভৈরবনগর গ্রামের আতির মোড়ে এলাকাবাসীর আয়োজনে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ভুক্তভোগী অশ্বিনী মণ্ডল,পাঁচু রাম মন্ডল,করুনা রানী মন্ডল, লিপিকা রানী মন্ডল, সাবিনা খাতুন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, আমরা হিন্দু সম্প্রদায়ের ২টি পরিবার বসবাস করি, কিন্তু শেখ আব্দুল সামাদ বিভিন্ন সময় জমি দখলের চেষ্টা, মৃত্যুর হুমকি সহ দেশ ছাড়ার ভয় দেখিয়ে আসছে।ফলে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমাদের জমি ছাড়াও তার নেতৃত্বে বহু লোকের জমি দখল করে খাচ্ছে। তারা আরও বলেন যাতে আমরা ২টি হিন্দু পরিবার শান্তিতে বসবাস করতে পারি সেই আহবান সরকারের কাছে।
শেখ আব্দুল সামাদ যাদের জমি দখল করে নিয়েছেন তাদের নামের তালিকা মানববন্ধনে বক্তৃতারা তুলে ধরেন, পাঁচু মন্ডলের ৬৬ শতক, বাবু আউলিয়ার ৩১ শতক, আমজাদ গাজীর ৫০ শতক, মুরো গাজীর ৩৭ শতক, হাকিম ঢালীর ২০ শতক, রশিদ গাজীর ১৭ শতক, সোবহান মিস্ত্রী ০৫ শতক,  জমিসহ আনসার গাজীর ০৮ শতক জমি।
প্রসঙ্গত এজাহার সূত্রে জানা যায়, গত ১১ই জুন রবিবার সকাল সাড়ে ৮টার সময় অবৈধভাবে বসতভিটা/জমি গায়ের জোরে দখল করার উদ্দেশ্যে  হাতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অশ্বিনীর বাড়িতে হামলা, ভাঙচুর করে ও গ্যাস লাইট দিয়ে রান্নাঘরে আগুন ধরিয়ে দেয়। পরবর্তীতে  অশ্বিনীর ঘেরের ওপর গিয়ে ঘর বাঁধার চেষ্টা করে, এসময় অশ্বিনীর বৌ ও মা বাধা দিতে গেলে তাদের শ্লীলতাহানি ও পিটিয়ে যখন করে ফেলে রেখে যায়। যাওয়ার সময় বলে যে, তোদের এ দেশ থেকে তাড়াবো। অশ্বিনী মণ্ডল ১২ ই জুন সোমবার তাদের বিরুদ্ধে শ্যামনগর থানায় মামলা দায়ের করেন। যার মামলা নম্বর ৩১।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ডিজাইন ও কারিগরি সহযোগীতায়- সুন্দরবন আইটি লিমিটেড