উৎপল মণ্ডল,শ্যামনগর থেকেঃ
সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর গ্রামে অবস্থিত সতীমায়ের ৫১ পীঠের অন্যতম পীঠ শ্রী শ্রী যশোরেশ্বরী কালী মন্দিরে পূজা দিলেন জগৎগুরু শংকারচার্য্য স্বামী শ্রী অধোক্ষনন্দ দেবতীর্থ মহারাজ জি।
জগৎগুরু শংকারচার্য্য স্বামী শ্রী অধোক্ষনন্দ দেবতীর্থ মহারাজ জি বেলা ডেরটার সময় যশোরেশ্বরী কালী মন্দিরে এসে উপস্থিত হন। এসময় মহারাজ জি ও ত্রিপুরা বিধানসভার ডেপুটি স্পিকার কে ফুলের শুভেচ্ছা জানান সাতক্ষীরা -৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার এবং ফুল দিয়ে বরণ করে নেন মন্দিরের ভক্ত বৃন্দ।
ঢাকার শ্রী শ্রী মাধব গৌড়ীয় মঠের সাধারণ সম্পাদক উৎপল কুমার রায় এর সভাপতিত্বে ২২শে মে সোমবার বেলা ১ টা ৪০ মিনিটে যশোরেশ্বরী কালী মন্দিরে পূজা দেন তিনি। মহারাজের সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন ভারতের ত্রিপুরা বিধানসভার ডেপুটি স্পিকার ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী রামপ্রসাদ পাল। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্যা শিল্পী রানী মৃধা, ৭ নং মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অসিম কুমার মৃধা, ৮নং ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট শুকোর আলী, বুড়িগোয়ালীনি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ভবতোষ মন্ডল, বাংলাদেশ হিন্দু পরিষদ শ্যামনগর উপজেলার আহবায়ক অনাথ মন্ডল, সদস্য সচিব উৎপল মন্ডল, হিন্দু যুব পরিষদের মনোদ্বীপ মণ্ডল,শ্যামনগর হিন্দু মহাজোটের আহবায়ক এ্যাডভোকেট স্বপন মন্ডল সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ।
জগৎগুরু শংকারচার্য্য স্বামী শ্রী অধোক্ষনন্দ দেবতীর্থ মহারাজ ভক্তদের উদ্দেশ্যে বলেন, ঈশ্বরীপুর গ্রামের মানুষ এতোটাই ভাগ্যসালী যে,স্বয়ং সতী মাতার শক্তি পিঠ এখানে বিরাজমান। আমি ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, পাকিস্তান সহ বিভিন্ন দেশে হিন্দু শাস্ত্রের সতী মায়ের ৫১ পীঠের পূজা দানের লক্ষ্যে ভ্রমণ করছি। এছাড়াও তিনি যশোরেশ্বরী কালী মায়ের মন্দিরে সকল জীবের মঙ্গল কামনায় পূজা অর্চনা করেন।
Leave a Reply