স্টাফ রিপোর্টার
সাতক্ষীরার কালিগঞ্জে ভ্রাম্যমান আদালতে মাধ্যমে অবৈধ বালি উত্তোলনের কাজে ব্যবহৃত ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে।
বুধবার (১০ মে) দুপুর ২ টার দিকে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের তালতলা বিলের কৃষি জমি থেকে ফতেপুর গ্রামের বুলুর অবৈধ বালি উত্তোলন এ ব্যবহৃত ড্রেজার মেশিন জব্দ করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজহার আলী।
ম্যাজিস্ট্রেট আজাহার আলী জানান, একটি চক্র দীর্ঘদিন ধরে প্রশাসনকে ফাঁকি দিয়ে ড্রেজার মেশিনের মাধ্যমে তালতলা বিলের কৃষি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিল। অভিযানের খবরে তারা ড্রেজার মেশিন এবং বালু ফেলে পালিয়ে যায়।
তিনি জানান, ইউএনও স্যারের নির্দেশে ১টি বালু উত্তোলনের ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। পরে ওই জব্দকৃত মেশিনটি দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিম্মায় দেওয়া হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।
Leave a Reply