সুন্দরবনে মধু কাটতে গিয়ে মন্টু গাজী (৫৫) নামের এক মোয়াল বাঘের আক্রমণে নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তিনি শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চকবারা গ্রামের সাবুত আলী গাজীর ছেলে।
জানা যায়, গত ১ এপ্রিল শনিবার বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন থেকে ১১ জনের মধু কাটার পারমিট নিয়ে মধু কাটার জন্য সুন্দরবনে প্রবেশ করে। কিন্তু মধু কাটার এক পর্যায়ে গত ১৬ এপ্রিল রবিবার ভারতের বন বিভাগের কাছে তাদের নৌকা আটক হয়। নৌকা আটক হওয়ার পর মোয়ালীরা গত ১৯ এপ্রিল বুধবার বাংলাদেশের তালপট্টি খাল নামক স্থানে পালিয়ে আসে।
সুন্দরবন থেকে ফিরে আসা মোয়াল নজরুল কয়াল বলেন, ভারতে নৌকা খাওয়ার পর আমরা সবাই গাড়ানদী পার হয়ে তালপট্টি খালে চলে আসি। তালপট্টি খালে আসার পর মন্টু গাজী অসুস্থ্য হয়ে পড়ে। অসুস্থ্য হলে মন্টুকে একটি কাঁকড়া গাছের নিচে বসিয়ে রেখে আমরা সবাই নদীর পাড়ে আসি অন্য নৌকার সন্ধ্যানে। পরবর্তীতে সেই গাছের নিচে এসে দেখি মন্টু ওখানে নাই। সেখানে শুধু বাঘের পায়ের ছাপ আর কিছু ডালপালা ভাঙা দেখতে পাই, পরে বুঝতে পারি তাকে বাঘে নিয়ে গেছে।
এ বিষয়ে বুড়িগোয়ালিনী ফরেষ্ট স্টেশন কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি বলেন ফিরে আশা মৌয়ালদের ভাস্যমতে জানাযায় ভারতের বনবিভাগের কাছে নৌকা খাওয়া গিয়েছে মৌয়ালদের, তিন দিন পর বাংলাদেশের অংশের অভারন্য এলাকার তালপাট্টি তে আশার পরে মন্টু নামের এক মৌয়াল বাঘের আক্রমণে নিহত বা নিখোঁজ হয়েছে।
Leave a Reply