মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরে কাভার্ডভ্যান ও বিপুল পরিমান গাঁজাসহ দুইজন আন্তঃজেলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৮ মাদারীপুরের একটি বিশেষ দল।
শনিবার সকালে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আন্তঃজেলা দুই মাদক ব্যবসায়ী হলো ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার কাদিরদী এলাকার মোঃ জামাল শেখের ছেলে মোঃ মিরাজ শেখ (৩৪) ও একই উপজেলার রামদিয়া এলাকার মোঃ আবু বক্কর সিদ্দিক শেখের ছেলে মোঃ আল আমিন শেখ (২০)।
শনিবার দুপুরে র্যাব-৮ মাদারীপুর ক্যাম্প কমান্ডার এক প্রেস বিজ্ঞপ্তির মাধমে জানান, র্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ দল শনিবার সকালে মাদারীপুর জেলার সদর উপজেলার খোয়াজপুর এলাকার মদিনা বাংলা খাবার হোটেলের সামনে অভিযান পরিচালনা করে মোঃ মিরাজ শেখ (৩৪) ও মোঃ আল আমিন শেখকে (২০) বিপুল পরিমাণ মাদকসহ হাতে নাতে আটক করে। এসময় আটককৃত আসামীদের নিকট হতে একটি কাভার্ডভ্যান সহ ১৫ কেজি গাঁজা, মাদক ক্রয় বিক্রয় কাজে ব্যবহৃত ০৩টি মোবাইল এবং ০৫টি সীমকার্ড উদ্ধার করা হয়।
আটককৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানা গেছে, ধৃত আসামীরা পেশাদার মাদক ব্যবসায়ী এবং তারা দীর্ঘদিন ধরে মাদারীপুর ও ফরিদপুর জেলার বিভিন্ন এলাকায় গাঁজাসহ বিভিন্ন ধরণের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। আসামীদেরকে উদ্ধারকৃত গাঁজা, ১টি কাভার্ডভ্যান ও অন্যান্য আলামতসহ মাদক মামলা দায়ের করে মাদারীপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৮,সিপিসি-৩,মাদারীপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার মোঃ মুহতাসিম রসুল বলেন ,মাদকের বিরুদ্ধে এ ধরণের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে ।
Leave a Reply