প্রতি বছর রমজানে জেলা প্রশাসন সাতক্ষীরা কর্তৃক জেলার সকল শ্রেণি পেশার মানুষকে নিয়ে ইফতার মাহফিলের আয়জন করে থাকেন। তবে এ বছর ইফতার মাহফিল আয়োজন না করে জেলা প্রশাসন কর্তৃক সেই অর্থ দিয়ে ইফতার সামগ্রী শ্যামনগর উপজেলার হত দরিদ্র, প্রতিবন্ধী, বিধবা, বাঘবিধবা, অসহায় পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে বলে জানান।
এসব সামগ্রীর মধ্যে রয়েছে ছোলা, সিমাই, চিনি, চিড়া, মুড়ি, ডাল, তেল, খেজুর ও আলু।
জেলা প্রশাসক সাতক্ষীরার পক্ষে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মহাদয়,এসমস্ত ইফতার সামগ্রী অসহায় ও হতদরিদ্রদের মাঝে পৌঁছে দিচ্ছেন এলাকায় যেয়ে, তাছাড়াও নিজ হাতে উপকারভোগীদের হাতে তুলে দিচ্ছেন তিনি। রমজান মাসে এ ইফতার সামগ্রী পেয়ে উপকারভোগীরা অনেক খুসি হয়েছে, ইফতারী পেয়ে তাদের মুখে যে হাসি খুটে উঠেছে তাহাতে বুঝা যায় অসহায় মানুষ অলপতে অনেক খুসি হয়ে থাকেন। তাছাড়া জেলাপ্রশাসক মহাদয়কে ধন্যবাদ জানায়েছেন উপকূলের অসহায় মানুষ।
Leave a Reply