সংবাদ শিরোনামঃ
বিএসএফের গুলিতে নিহত গোপালের বাড়ি পরিদর্শন ও সমবেদনা প্রকাশ নাগরিক কমিটির শ্যামনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের আয়োজনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত  শিক্ষার মানোন্নয়নে সকলকে আন্তরিকতার সহিত কাজ করতে হবে–একান্ত সচিব মাহবুব আলম কালিগঞ্জে জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে  গাবুরা চকবারা থেকে ৩ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে বনবিভাগ শ্যামনগর অনলাইন জুয়ার মাষ্টার এজেন্ট সুমন কে গ্রেপ্তার করেছে পুলিশ  বুড়িগোয়ালিনীতে ইউনিয়ন জামায়াতে আমীরের শপথ ও ইউনিয়ন টিম গঠন  কালিগঞ্জের পল্লীতে আদালতের আদেশ উপেক্ষা করে জবরদখলের অভিযোগ দেবহাটায় চিংড়িতে অপদ্রব্য পুশ যেনো ব্যাবসায়ীদের নেশায় পরিনত হয়েছে বন কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি তে ড্রোন উড্ডয়ন, পরিচালনা প্রশিক্ষন
কালিগঞ্জে চম্পাফুল ইউপির গুতিয়াখালী খালে পাটা দিয়ে দখল

কালিগঞ্জে চম্পাফুল ইউপির গুতিয়াখালী খালে পাটা দিয়ে দখল

ভ্রাম্যমান প্রতিনিধি কালিগঞ্জঃ

আশরাফুল গাজী ও ফারুক গাজীর নেতৃত্বে ২৫/৩০ জনের একটি সন্ত্রাসী চক্র রাতারাতি গুতিয়াখালি সরকারি খাস খাল নেট পাটা দিয়ে দখল করে নিয়েছে।

ঘটনাটি ঘটেছে গত (২০ মার্চ) বৃহস্পতিবার রাত ৮টার সময় কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নের উজিরপুর মৌজার বালা পোতা সংলগ্ন গুতিয়াখালী খালে। দখলকারীরা পার্শ্ববর্তী আশাশুনি উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান হোসেন এবং কালিগঞ্জ থানার চম্পাফুল ইউনিয়নের চেয়ারম্যান মোজামের পরস্পর সহযোগিতায় খাল দখল এর কথা বললেও বিষয়টি তারা অস্বীকার করেন।

এ প্রসঙ্গে চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন খাল দখল সম্পর্কে কিছুই জানেন না বলে সাংবাদিকদের জানান।

গত ৩দিন ধরে এই দখল কার্যক্রম চালালেও স্থানীয় তহাসিলদার সুদিন এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজাহার আলী কিছুই জানেন না বলে সাংবাদিকদের জানান।

তবে বিষয়টি নিয়ে ২/১দিনের মধ্যে অভিযান চালিয়ে অবৈধ নেট পাঠা অপসারণের সময় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। প্রায় ৩৩ একর এর গুতিয়াখালী সরকারি খাস খালটি ১২৮৩ /৭২ -৭৩ নং ইজারা কেসে দীর্ঘদিন যাবত খালটি ইজার দেওয়া হত। দুই পক্ষের বিরোধ কে কেন্দ্র করে গত ২বছর যাবত জনগণের জন্য খালটি উন্মুক্ত রেখে পানি সরানোর ব্যবস্থা করা হয়।

এই সুযোগে পার্শ্ববর্তী আশাশুনি থানার একটি সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ দখল করে নিয়েছে বলে আশেপাশের ভুক্তভোগী গ্রামবাসী জানান।

এই অবৈধ দখলদারের হাত থেকে খালটি অপসারণের জন্য এলাকাবাসী জেলা প্রশাসকের আশু হস্তক্ষেপ কামনা করেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ডিজাইন ও কারিগরি সহযোগীতায়- সুন্দরবন আইটি লিমিটেড