মাসুদ পারভেজ কালিগঞ্জ থেকেঃ
কালিগঞ্জে প্রকাশ্য দিবালোকে মোটর সাইকেল চুরি করে নিয়ে যাওয়ার পরপরই পুলিশি তৎপরতায় মোটর সাইকেল উদ্ধার ও চোর আটক হয়েছে। আটককৃত চোরের নাম আব্দুল্যাহ গাজী (৩০)। সে উপজেলার তারালী গ্রামের মৃত আব্দুল আজিজ গাজীর ছেলে।
থানা সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১০ টার দিকে গ্রাম ডাক্তার কার্ত্তিক চন্দ্রের তারালী বাজারে অবস্থিত চেম্বারের সামনে থেকে তার মালিকানাধীন একটি রেজিস্ট্রেশনবিহীন হিরো হোন্ডা স্পেলেন্ডার মোটর সাইকেল চুরি হয়। এ ঘটনায় গ্রামডাক্তার কার্ত্তিক চন্দ্র বাদী হয়ে থানায় অভিয়োগ দায়ের করেন।
অভিযোগ পাওয়ার পরপরই থানার অফিসার ইনচার্জ মো. মামুন রহমানের নেতৃত্বে উপ-পরিদর্শক মিলন বিশ্বাযসহ পুলিশ সদস্যরা মোটরসাইকেল উদ্ধারে তৎপর হয়। অভিযোগ পাওয়ার ৩ ঘণ্টার মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলা সদরের ফুলতলা মোড় থেকে চোর আব্দুল্যাহ গাজীকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ আব্দুল্যাহ গাজীর বাড়ি থেকে চুরিকৃত মোটরসাইকেলটি উদ্ধার করে। আটককৃত চোরকে শনিবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply