মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলার পুলিশ হেডকোয়ার্টার্স এর নির্দেশনা মোতাবেক মানদন্ডের বিচারে ফেব্রুয়ারী মাসে মৌলভীবাজার সদর মডেল থানা জেলার শ্রেষ্ঠ থানা এবং জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী নির্বাচিত হয়েছেন।
থানার সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদকদ্রব্য উদ্ধার, অস্ত্র উদ্ধার, মামলার রহস্য উদঘাটন সহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখায় এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য।
মঙ্গলবার (৭ই মার্চ) সকাল ১০ টায় মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক অপরাধ সভায় মাননীয় পুলিশ সুপার, জনাব মোহাম্মদ জাকারিয়া মহোদয় এই পুরষ্কার প্রদান করেন।
এই সময় উপস্থিত ছিলেন, মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), সকল থানার অফিসার ইনচার্জ, ডিআইও-(১), ডিএসবি মৌলভীবাজার, অফিসার ইনচার্জ ডিবি, টিআই (প্রশাসন), সদর ট্রাফিক, মৌলভীবাজার ও অন্যান্য কর্মকর্তাগণ।
Leave a Reply