সংবাদ শিরোনামঃ
খানবাহাদুর আহ্ছানউল্লাহ (র.) এর ১৫১তম জন্মবার্ষিকী উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত কুলাউড়ায় আসামী ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ – মারধর করে আসামি ছিনতাই আটুলিয়া ইউনিয়ন কৃষক দলের আয়োজনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত বিএসএফের গুলিতে নিহত গোপালের বাড়ি পরিদর্শন ও সমবেদনা প্রকাশ নাগরিক কমিটির শ্যামনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের আয়োজনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত  শিক্ষার মানোন্নয়নে সকলকে আন্তরিকতার সহিত কাজ করতে হবে–একান্ত সচিব মাহবুব আলম কালিগঞ্জে জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে  গাবুরা চকবারা থেকে ৩ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে বনবিভাগ শ্যামনগর অনলাইন জুয়ার মাষ্টার এজেন্ট সুমন কে গ্রেপ্তার করেছে পুলিশ  বুড়িগোয়ালিনীতে ইউনিয়ন জামায়াতে আমীরের শপথ ও ইউনিয়ন টিম গঠন 
২০ বছর পর ট্রিপল মার্ডার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

২০ বছর পর ট্রিপল মার্ডার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

হাটহাজারী চট্রগ্রাম

চট্টগ্রামের হাটহাজারীতে ট্রিপল মার্ডারের ২০ বছর পর মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোহাম্মদ জামাল (৬০) প্রকাশ ক্যারাটে জামালকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। গত শনিবার দিবাগত রাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া কাজীপাড়া এলাকা থেকে ক্যারাটে জামালকে গ্রেপ্তার করে র‌্যাব-৭ সিপিসি-২ হাটহাজারী ক্যাম্প।

সে ওই এলাকার মৃত সৈয়দ করিমের পুত্র। স্থানীয়রা জানান, জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে নিহত আবুল বশর, বাদশাহ ও কাশেম তিন সহোদরের সঙ্গে গ্রেপ্তারকৃত আসামি জামালের পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে ঝগড়া-বিবাদ চলে আসছিল। সেই সূত্র ধরে গত ২০০৩ সালের ২৬শে মে সকাল ১১টার দিকে জামাল ও তার পরিবারের লোকজন দেশি-বিদেশি ধারালো অস্ত্র দিয়ে একই এলাকার চারিয়া কাজীপাড়ায় ওই তিন সহোদর আবুল বশর, বাদশাহ ও কাশেমকে এলোপাতাড়ি গুলি করে। এ ছাড়া কিরিচ ও দা দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। র‌্যাব জানান, ঘটনার সঙ্গে সঙ্গেই মির্জাপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান কালাম ও তার সহযোগীরা দ্রুত ঘটনাস্থল হতে পালিয়ে যায়। পরবর্তীতে নিহতদের ভাই কাজী মজ্জল মাস্টার বাদী হয়ে হাটহাজারী থানায় জামালসহ ২০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলাটি বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হয়। আদালত সকল সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে দীর্ঘ বিচার প্রক্রিয়া কার্যক্রম শেষে আসামি জামালকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডসহ তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
এরপর থেকে সে পলাতক। র‌্যাব আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। ওই সময় উপস্থিত সাক্ষীদের জিজ্ঞাসাবাদে জামাল হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত এবং মূল পরিকল্পনাকারী ছিল বলে স্বীকার করে। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাটহাজারী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ডিজাইন ও কারিগরি সহযোগীতায়- সুন্দরবন আইটি লিমিটেড