সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজে নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা

কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজে নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা

মাসুদ পারভেজঃ
কালিগঞ্জ উপজেলা সদরে অবস্থিত ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান রোকেয়া মনসুর মহিলা কলেজে উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থীদের বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারিদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ ফেব্রæয়ারি) বেলা ১১ টায় কলেজ ক্যাম্পাসে অধ্যক্ষ একেএম জাফরুল আলমের সভাপতিত্বে প্রদান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের এমপি এসএম জগলুল হায়দার।
কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক সোমা বিশ্বাস ও ইতিহাস বিভাগের প্রভাষক অলিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মামুন রহমান, কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি সংবর্ধিত অতিথি মোস্তফা নুরুজ্জামান, কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মজিদ খাঁন প্রমুখ। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, কলেজের উপাধ্যক্ষ শ্রীবাস চন্দ্র রায়, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জিএম আকবর কবীর, কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, রতনপুর ইউপি চেয়ারম্যান এম আলীম আল রাজি টোকন, পরিচালনা পর্ষদের সদস্য ওহিদুর রহমান ছোট, রিপন দত্ত, কলেজের সহকারী অধ্যাপক শ.ম মমতাজুর রহমান, অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক বিএম আবেনূর রহমান, হাজী তফিল উদ্দীন দাখিল মাদ্রাসার সুপার মোহাম্মদ শফিউল্যাহ, কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বাছাড়, মুজিব-রুবি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানে কলেজের শিক্ষক, কর্মচারি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় কলেজের অবসরপ্রাপ্ত ১১ শিক্ষক ও কর্মচারিকে অবসরজনিত বিদায় সংবর্ধনা এবং ৫ শিক্ষক ও কর্মচারিকে মরণোত্তর সংবর্ধনা সংবর্ধনা প্রদান করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ডিজাইন ও কারিগরি সহযোগীতায়- সুন্দরবন আইটি লিমিটেড