সংবাদ শিরোনামঃ
বিএসএফের গুলিতে নিহত গোপালের বাড়ি পরিদর্শন ও সমবেদনা প্রকাশ নাগরিক কমিটির শ্যামনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের আয়োজনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত  শিক্ষার মানোন্নয়নে সকলকে আন্তরিকতার সহিত কাজ করতে হবে–একান্ত সচিব মাহবুব আলম কালিগঞ্জে জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে  গাবুরা চকবারা থেকে ৩ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে বনবিভাগ শ্যামনগর অনলাইন জুয়ার মাষ্টার এজেন্ট সুমন কে গ্রেপ্তার করেছে পুলিশ  বুড়িগোয়ালিনীতে ইউনিয়ন জামায়াতে আমীরের শপথ ও ইউনিয়ন টিম গঠন  কালিগঞ্জের পল্লীতে আদালতের আদেশ উপেক্ষা করে জবরদখলের অভিযোগ দেবহাটায় চিংড়িতে অপদ্রব্য পুশ যেনো ব্যাবসায়ীদের নেশায় পরিনত হয়েছে বন কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি তে ড্রোন উড্ডয়ন, পরিচালনা প্রশিক্ষন
প্রতিকায় সংবাদ প্রকাশের পর দৌড় ঝাপ শুরু, হতাশায় ভুক্তভোগী পরিবার।

প্রতিকায় সংবাদ প্রকাশের পর দৌড় ঝাপ শুরু, হতাশায় ভুক্তভোগী পরিবার।

 

নিজস্ব প্রতিবেদকঃ

শ্যামনগরে আদম ব্যবসায়ী জুবায়েরের কবলে পড়ে মহা বিপকে পড়েছে এক অসহায় পরিবার। খোঁজ মিলছে না বিদেশ গমনকারী জাকির নামের এক সদস্যকে। বিচ্ছিন্ন করে রাখা হয়েছে পরিবারের সাথে তার সকল যোগাযোগ। এমন সংবাদ বিভিন্ন অনলাইন ও প্রিন্ট পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে সত্যকে ধামাচাপা দিতে আদম ব্যবসায়ী জুবায়ের পরিবারের সদস্যরা বিভিন্ন দপ্তরে দৌড় ঝাপ শুরু করেছে এমনটা জানা গিয়েছে। বিভিন্ন তথ্য অনুসন্ধানে জানাযায় সত্যকে মিথ্যার অন্তরালে ঢাকতে এমন ভাবে মরিয়া হয়ে উঠেছে এই দূস্কিয় চক্রটি।
জানাযায়, কৈখালী ইউয়িনের যাদবপুর গ্রামের গোলাম গাইনের পুত্র জুবায়ের
হোসেন (২৪)দীর্ঘদিন যাবৎ সৌদি প্রবাসি। এদিকে পশ্চিম কৈখালী গ্রামের মিলন শেখের পুত্র জাকির হোসেন ও বর্তমান সৌদি প্রবাসি। জুবায়ের ও জাকিরের মধ্যে প্রথমে বন্ধুত্ব সম্পর্ক গড়ে উঠে তারা মাঝে মধ্যে মোবাইলে বিভিন্ন বিষয়ে কথা বলত। এক পর্যায়ে জুবায়ের জাকিরকে সৌদিতে নিয়ে ভাল কোম্পানীতে ভাল বেতনে চাকরী দেওয়ার প্রলোভন প্রদান করে এবং বিষয়টি নিয়ে তার পিতা /মাতার সাথে আলোচনা করতে বলে। জুবায়েরের কথা মত জাকির ,জাকিরের ভাই বিল্লাল হোসেন ও নানা হযরত আলী তার পিতা গোলাম গাইন ও মাতা ফতেমা বিবির সাথে আলোচনা করে। আলোচনার এক পর্যায়ে জাকিরকে সৌদিতে প্রেরনের জন্য (চার লক্ষ ষাট হাজার টাকা) চুক্তি করেন। তারই ধারাবাহিকতায় গত ২০ শে নভেম্বর ২০২২ ইং তারিখে জাকিরের ভাই বিল্লাল হোসেনসহ আত্বীয়রা জুবায়েরের পিতা/মাতার নিকট নগদ তিন লক্ষ টাকা এবং ১৭ ই ডিসেম্বর ২০২২ তারিখে এক লক্ষ ষাট হাজার টাকা প্রদান করেন। পরপর্তীতে সৌদি প্রবাসী জুবায়ের জাকিরকে ভিসা প্রেরন করলে গত ২৬ শে ডিসেম্বর ২০২২ ইং তারিখে জাকির ঢাকা হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে বিমান যোগে সৌদির উদ্দেশ্য রওনা দেয় এবং সৌদি বিমান জেদ্দায় পৌছানোর পর জুবায়েরের পক্ষ থেকে পাঠানো একজন অপরিচিত ব্যক্তি জাকিরকে প্রাইভেটকারে রিসিভ করে নিয়ে যায়।

গত ২৮ শে ডিসেম্বর ২০২২ তারিখ সৌদি আরব হতে জাকির ও জুবায়েরের সাথে জাকিরের ভাই বিল্লালের মোবাইল ফোনে কথা হলে জাকিরের গলার ভয়েসটি ভীতু ভীতু অনুভব করতে থাকে। এক পর্যায়ে বিল্লাল বিষয়টি জানতে চাইলে তৎক্ষানিক ফোনটি কেটে দেওয়া হয়। এমতাবস্থায় সেই থেকে জাকিরের সাথে তার পরিবারের লোকজন আর যোগাযোগ করতে পারছে না।

এ সময় জুবায়েরে সাথে পরিবারের লোকজন যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হয়। গত ১ লা ফেব্রয়ারী ২০২৩ তারিখে বিল্লালসহ তার পরিবারের সদস্যরা জুবায়েরের বাড়ীতে গিয়ে তার পিতা/মাতার নিকট জাকিরের বিষয়ে জানতে চাইলে তারা হুমকি দিয়ে তাদেরকে বাড়ী হতে তাড়িয়ে দেয়। বিধায় জাকিরের ভাই বিল্লাল হোসেন নিরুপাই হয়ে সাতক্ষীরা বিজ্ঞ আমলী ৫ নং আদালতে বাদী হয়ে যাদবপুর গ্রামের মৃত সৈয়দ গাইনের পুত্র গোলাম গাইন (৫৮) ,গোলাম গাইনের পুত্র সৌদি প্রবাসি জুবায়ের হোসেন(২৪) ও গোলাম গাইনের স্ত্রী ফতেমা বিবি (৫৪) এর বিরুদ্ধে বৈদেশিক কর্মসংস্থান অভিবাসন আইনের ৩১(খ)(ঘ)/৩৩/৩৪/৩৬ ধারায় মামলা দায়ের করেছেন।
এদিকে জাকিরের পরিবারের ভাষ্য জুবায়ের জাকিরকে হোটেলের ভিসা প্রদানের কথা বলে টুরিস্ট ভিসা প্রদান করায় জাকির এখন কটিন বিপদের মুখে। বিষয়টি সুনজরে নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে ভুক্তভোগী পরিবার।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ডিজাইন ও কারিগরি সহযোগীতায়- সুন্দরবন আইটি লিমিটেড