মোহাঃ ফরহাদ হোসেন কয়রা (খুলনা) প্রতিনিধিঃ
খুলনা জেলা লিগ্যাল এইড কমিটি ও রূপান্তর এর যৌথ আয়োজনে ইউএসএআইডি’র প্রমোটিং পিস এন্ড জাস্টিস (পিপিজে) এ্যাকটিভিটির অর্থায়নে,ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ে প্রাতিষ্ঠানিক গণশুনানী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
১১ ফেব্রুয়ারি শনিবার সকাল ১১টায় কয়রা উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়ন পরিষদে শুনানাী অনুষ্ঠিত হয়। উক্ত প্রাতিষ্ঠানিক গণশুনানী অনুষ্ঠানে উত্তর বেদকাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আইন সহায়তা কমিটির সভাপতি আলহাজ্ব সরদার নুরুল ইসলামের সভাপতিত্ব সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কয়রা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দেলোয়ার হোসেন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আইনজীবী এ্যাডঃ গোলাম মোস্তফা, ইউপি সদস্য, গনেষ চন্দ্র মন্ডল, সরদার আবু হাসান, রেজাউল করিম কারিম, হরশিত মন্ডল, আশোক কুমার, সিরাজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, সুলতানা মিলি, শাহানাজ পরভীন, রুপান্তরের ফিল্ড অফিসার মাহিনুর রহমান, ও এলাকার বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।উক্ত অনুষ্টানে সাধারন জনগন সরকারী খরচে কিভাবে আইনগত সহায়তা পেতে পারে সে সকল বিষয়ের উপর বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা করা হয়।
Leave a Reply