বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের মোংলায় আকিজ তাকাফুল লাইফ ইন্সুরেন্স পিএলসি মোংলা জোনাল অফিসের আয়োজনে আজ বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় মোংলা প্রেস ক্লাবে সুধী সমাবেশ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আকিজ গ্রুপ অফ কোম্পানীর একটি প্রতিষ্ঠিত আকিজ তাকাফুল লাইফ ইন্সুরেন্স পি এল সি। এ উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও খুলনা রিজিওন ইনচার্জ মোঃ মহিউল ইসলাম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রধান কার্যালয়ের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর এইচ এম নুরুল কবির চৌধুরী, হেড অব ট্রেনিং মোঃ তোফাজ্জল হোসাইন মানিক, সেলস এন্ড মার্কেটিং জিএম সরদার বায়েজীদ হোসেন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’ মোংলা শাখার আহবায়ক সাংবাদিক নুর আলম শেখ। এসময় আকিজ তাকাফুল লাইফ ইন্সুরেন্স পিএলসির পক্ষ থেকে অতিথিদের ফুল ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। এসময় উপজেলার বিভিন্ন এলাকার সুধীজনেরা উপস্থিত ছিলেন।
এর আগে উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি মোংলা উচ্চ বালিকা বিদ্যালয়ে ও চাঁদপাই মাধ্যমিক বিদ্যালয় বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, মোংলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ হাবিবুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি ও মিঠাখালি ইউপি সাবেক চেয়ারম্যান ইস্রাফিল হাওলাদার।
Leave a Reply