বাগেরহাট প্রতিনিধিঃ
জমজমাট আয়োজনের মধ্য দিয়ে মোংলার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ সরকারী টি এ ফারুক স্কুল এন্ড কলেজে ৩৪তম বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকালে সরকারী টি এ ফারুক স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত এই প্রতিযোগিতা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারী টি এ ফারুক স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি তালুকদার আক্তার ফারুক এর সহধর্মিণী ও দাতা সদস্য সরবরিয়া খানম দরিয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মোংলা সরকারী কলেজে’র সাবেক অধ্যাক্ষ গোলাম সরোয়ার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এ আনোয়ার উল কুদ্দুস প্রমুখ।
প্রধান অতিথি তার উদ্বোধনী ঘোষনায় ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মানসিক বিকাশের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, পাঠ্য পুস্তকের পাশাপাশি এ ধরণের সহপাঠক্রমিক কার্যাবলী শিক্ষার্থীর মাঝে ইতিবাচক প্রভাব ফেলে। যা দিয়ে তারা আগামীদিনের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে একটা সঠিক নির্দেশন লাভে সক্ষম হবে।
তিনি আরো বলেন, নতুন প্রজন্মকে দেশ ও জাতীয় চেতনার সাথে সম্পৃক্ত করতে তাদেরকে পরিপূর্নভাবে ক্রীড়া ও সংস্কৃতি চেতনায় গড়ে তুলতে হবে। আমাদের তরুণরা খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় উৎকর্ষতা অর্জনের মাধ্যমেই আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবার মতো বিজয় অর্জন করবে।
সকালে জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসব শুরু হয়। পরে পায়রা উড়ানো, দলগত ডিসপ্লে, মশাল প্রজ্জ্বলন, মার্চ পাস্টের পর বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতা শেষে আগামী ১১ফেব্রুয়ারি বিজয়ীদের মাঝে আকর্ষণীয় উপহার, ক্রেস্ট, মেডেল প্রদান করা হবে।
Leave a Reply