সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে উপজেলা শ্রমিকদলের উদ্যোগে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কালিগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কালিগঞ্জে তা’লীমুল কোরআন মাদ্রাসায় প্রস্তুতি সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে ঐতিহাসিক ৭ নভেম্বর মহান বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে শ্যামনগরে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা যশোরেশ্বরী কালী মন্দিরে পূজা দিলেন বাংলাদেশ হিন্দু পরিষদের সাধারণ সম্পাদক সুমন রায় কালিগঞ্জে শীতের আগমনী বার্তায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা  শ্যামনগরে জামায়াতের কেন্দ্রীয় নেতা ড. খলিলুর রহমানের পিতার দাফন সম্পন্ন শ্রীমঙ্গলে পৃথক অভিযানে পুলিশের হাতে পলাতক ৪ আসামী আটক কালিগঞ্জে জামায়াতের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন রামপালে সুন্দরবন রক্ষায় যুব ফোরাম গঠনে রূপান্তরের সভা অনুষ্ঠিত 
মোংলায় স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

মোংলায় স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

 

বাগেরহাট প্রতিনিধিঃ

জমজমাট আয়োজনের মধ্য দিয়ে মোংলার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ সরকারী টি এ ফারুক স্কুল এন্ড কলেজে ৩৪তম বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকালে সরকারী টি এ ফারুক স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত এই প্রতিযোগিতা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারী টি এ ফারুক স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি তালুকদার আক্তার ফারুক এর সহধর্মিণী ও দাতা সদস্য সরবরিয়া খানম দরিয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মোংলা সরকারী কলেজে’র সাবেক অধ্যাক্ষ গোলাম সরোয়ার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এ আনোয়ার উল কুদ্দুস প্রমুখ।

প্রধান অতিথি তার উদ্বোধনী ঘোষনায় ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মানসিক বিকাশের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, পাঠ্য পুস্তকের পাশাপাশি এ ধরণের সহপাঠক্রমিক কার্যাবলী শিক্ষার্থীর মাঝে ইতিবাচক প্রভাব ফেলে। যা দিয়ে তারা আগামীদিনের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে একটা সঠিক নির্দেশন লাভে সক্ষম হবে।

তিনি আরো বলেন, নতুন প্রজন্মকে দেশ ও জাতীয় চেতনার সাথে সম্পৃক্ত করতে তাদেরকে পরিপূর্নভাবে ক্রীড়া ও সংস্কৃতি চেতনায় গড়ে তুলতে হবে। আমাদের তরুণরা খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় উৎকর্ষতা অর্জনের মাধ্যমেই আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবার মতো বিজয় অর্জন করবে।

সকালে জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসব শুরু হয়। পরে পায়রা উড়ানো, দলগত ডিসপ্লে, মশাল প্রজ্জ্বলন, মার্চ পাস্টের পর বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতা শেষে আগামী ১১ফেব্রুয়ারি বিজয়ীদের মাঝে আকর্ষণীয় উপহার, ক্রেস্ট, মেডেল প্রদান করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ডিজাইন ও কারিগরি সহযোগীতায়- সুন্দরবন আইটি লিমিটেড